অনুরাগের ছোঁয়ার দিন শেষ, নতুন সিরিয়াল এনে চমকে দিল জি বাংলা, রইল প্রোমো

জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসার (Star Jalsha) মধ্যে টিআরপি নিয়ে লড়াই সে তো প্রথম দিন থেকেই চলে আসছে। এখন টিআরপি ছাড়া বাংলা টেলিভিশন চ্যানেলগুলো (Bengali Telivision) আর কিছুই বোঝে না। বর্তমানে টিআরপি তালিকায় নজর রাখলে দেখা যায় জি বাংলার কাছে কিন্তু কোনঠাসা হয়ে পড়েছে স্টার জলসা। একমাত্র অনুরাগের ছোঁয়া ছাড়া স্টারের বাকি সিরিয়ালগুলো (Bengali Mega Serial) জি বাংলার সিরিয়ালের কাছে পিছিয়ে পড়েছে।

এবার নিজেদের মাটি আরও শক্ত করতে জি বাংলা নতুন একটি সিরিয়াল আনছে। অর্থাৎ যে কটি দুর্বল স্লট এখন জি বাংলা তে রয়েছে সেখানে আসবে নতুন সিরিয়ালের চমক। এরই মধ্যে এমন একটি চমক প্রকাশ করা হয়েছে চ্যানেলের তরফ থেকে। জি বাংলা শেয়ার করলো নতুন আসন্ন সিরিয়াল ‘মুকুট’ (Mukut) এর প্রোমো।

MUKUT

নতুন এই সিরিয়ালের স্টার কাস্টিং চমকে দিচ্ছে। এখন বাংলা টেলিভিশনের পুরনো জুটিদের নিয়ে নতুন নতুন সিরিয়াল আনার ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। জি বাংলা কিন্তু পিছিয়ে থাকল না। ‘কড়ি খেলা’ সিরিয়াল খ্যাত শ্রীপর্ণা এবং আনন্দের জুটি আবার ফিরতে চলেছে নতুন সিরিয়ালের হাত ধরে। সেই সঙ্গে থাকছেন শ্রাবণী ভূঁইয়াও।

তবে ব্লুজ প্রোডাকশনের নতুন এই মেগা সিরিয়ালে শ্রীপর্ণাকে মুখ্য চরিত্রে দেখা যাবে না। তার বদলে নায়িকা হিসেবে থাকছেন শ্রাবণী। স্টার জলসার মাধবীলতা সিরিয়ালে কিছুদিন আগে পর্যন্ত অভিনয় করছিলেন তিনি। কিন্তু টিআরপির অভাবে তার ওই সিরিয়ালটি তিন মাসের মাথায় বন্ধ হয়ে যায়। তাই আবার নতুন করে নতুন সিরিয়ালের হাত ধরে তিনি জি বাংলাতেই ফিরে আসছেন।

MUKUT

শ্রীপর্ণা রায় এবং আনন্দ ঘোষের এই সিরিয়ালে শ্রাবণীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অর্ঘ্য মিত্রকে। এই নারী কেন্দ্রিক সিরিয়ালে তিন বোনের গল্প তুলে ধরা হবে। যতদূর জানা যাচ্ছে কম টিআরপির কারণে সোহাগ জল বন্ধ হয়ে যাবে। তার জায়গায় নতুন এই সিরিয়ালটিকে আনা হতে পারে। নতুন সিরিয়ালের শুটিং এখনও শুরু হয়নি। শ্রীপর্ণা জানিয়েছেন খুব শীঘ্রই তারা শুটিং শুরু করবেন।

ANURAGER CHHOWA

তবে এই মুহূর্তে জি বাংলাতে রাত সাড়ে নটার স্লটটাও দুর্বল। এই জায়গায় বিপরীতে স্টার জলসার অনুরাগের ছোঁয়ার সম্প্রচার হয়। জি বাংলার তোমার খোলা হাওয়া সেখানে পাত্তা পাচ্ছে না। এই জায়গাতেও নতুন সিরিয়াল দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। শেষমেষ কি হয় সেটাই এখন দেখার।