আসছে উড়ন তুবড়ি! বড়সড় রদবদলের মুখে জি বাংলার টাইম স্লট

জি বাংলায় (Zee Bangla) আসছে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। চ্যানেলের তরফ থেকে ধারাবাহিকের প্রোমো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ধারাবাহিকের রয়েছে তিন বোন এবং তাদের মায়ের গল্প। তাদের চারজনের সংসার চলে চপ ভেজে। তিন বোন এবং তাদের মায়ের চপ ভেজে সংসার চালানোর কাহিনী নিয়ে অবশ্য শুরুতেই যথেষ্ট ট্রোল হয়েছে। তবে নতুন ধারাবাহিক আসার খবর পেয়ে অশনি সংকেত দেখছেন জি বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিকের অনুরাগীরা।

নতুন ধারাবাহিক আসছে মানেই শীঘ্রই কোনও এক পুরনো ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। বা হয়ত বদল হতে পারে টিআরপি তালিকায় পিছিয়ে থাকা কোনও পুরনো ধারাবাহিকের টাইম স্লট। টিআরপি তালিকায় চোখ রাখলে এই মুহূর্তে ‘সর্বজয়া’ (Sharbojoya) এবং ‘কড়ি খেলা’র (Kori Khela) অবস্থাই দুর্বল মনে হয়। দর্শকদের আশঙ্কা, নির্ঘাত এই দুই ধারাবাহিকের উপরেই চ্যানেলের কোপ নেমে আসবে। বিগত কয়েক মাস ধরেই ‘কড়ি খেলা’ ধারাবাহিকটি টিআরপি তালিকাতে তেমন এঁটে উঠতে পারছে না। ধারাবাহিকভাবে TRP তালিকা থেকে বাদ পড়ছে।

অন্যদিকে দেবশ্রী রায়ের ‘সর্বজয়া’রও পরিস্থিতি খুব একটা সুবিধার নয়। প্রথম প্রথম ভাল ফলাফল দিতে পারলেও ইদানিং ‘সর্বজয়া’ও সেরা দশের তালিকার বাইরে থাকছে। এদিকে স্টুডিও পাড়ায় কানাঘুষোতে শোনা যাচ্ছে জি বাংলাতে নাকি রাত ৯.৩০টার স্লটেই আসছে ‘উড়ন তুবড়ি’। এই মুহূর্তে এই টাইম স্লটে ‘কড়ি খেলা’র সম্প্রচার হয়। ‘উড়ন তুবড়ি’র সম্প্রচারের জন্য শীঘ্রই এই ধারাবাহিকের টাইমের রদবদল হতে পারে। কিংবা হয়তো বন্ধই হয়ে যেতে পারে ধারাবাহিক।

Star Jalsha Anurager Chhoya Serial Cast, Actress Name

বর্তমানে জি বাংলার বিপরীতে স্টার জলসায় এই এক সময়ে নতুন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ দেখানো হচ্ছে। এই ধারাবাহিকটিও সেরা দশের টিআরপি তালিকায় বেশ ভাল স্থানে রয়েছে। শুধু ‘কড়ি খেলা’ নয়, চ্যানেলের নজর রয়েছে ‘সর্বজয়া’র দিকেও। অবশ্য চ্যানেলের তরফ থেকে অফিশিয়ালি ‘উড়ন তুবড়ি’র সম্প্রচারের দিনক্ষণ জানানো হয়নি। শীঘ্রই হয়তো ঘোষণা করা হবে নতুন টাইম স্লট।

তখন জি বাংলার এই দুই পুরাতন ধারাবাহিকের মধ্যে যেকোনও একটি বন্ধ হয়ে যেতে পারে। নতুন এই ধারাবাহিক কন্নড় ধারাবাহিক ‘পুত্তকখানা মাক্কালু’র রিমেক বলে দাবি করছেন নেটিজেনদের একাংশ। যদিও স্টার জলসার দর্শকরা আবার ধারাবাহিকে তিন বোনের গল্প দেখে এই মুহুর্তের চ্যানেল টপার ‘গাঁট ছড়া’র কপি বলেও দাবি করছেন।