জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫: কে কোন পুরস্কার পেল?

১৫ই জানুয়ারি অনুষ্ঠিত হলো জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। বিগত বেশ কিছুদিন ধরেই এই অনুষ্ঠানের প্রোমো প্রচার দেখছিলেন দর্শকরা। অবশেষে আসল অনুষ্ঠানটি হয়েই গেল। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫ এর টেলিভিশন সম্প্রচার হয়নি এখনও। কিন্তু এরই মধ্যে বিভিন্ন ফ্যান পেজের তরফ থেকে শেয়ার করা হয়েছে বিজেতাদের নাম। প্রকাশ্যে এসেছে সেরা নায়ক-নায়িকা সহ আরও অন্যান্য পুরস্কার বিজেতাদের তালিকা। দেখে নিন এক নজরে।

Zee Bangla Sonar Sansar Awards 2025: সেরা নায়িকা কে?

এই খেতাব পেয়েছেন জি বাংলার ২ নায়িকা। নিম ফুলের মধুর পর্ণা ওরফে পল্লবী শর্মা এবং জগদ্ধাত্রী সিরিয়ালের জগদ্ধাত্রী ওরফে দুর্গা ওরফে অঙ্কিতা মল্লিক। শুধু তাই নয় এই দুটি সিরিয়ালের হাতে আরও একাধিক পুরস্কার উঠেছে। যেমন জি ফাইভের সেরা জনপ্রিয় সিরিয়াল হিসেবে পুরস্কার পেয়েছে নিম ফুলের মধু। আবার জি বাংলার সবথেকে পুরনো সিরিয়াল হিসেবে সেরা ধারাবাহিকের অ্যাওয়ার্ড পেয়েছে জগদ্ধাত্রী।

 Sonar Sansar Awards 2025

সেরা ননদ, জা ও খলনায়িকা কে?

প্রিয় সংসার হিসেবে পুরস্কার পেয়েছেন নিম ফুলের মধুর দত্তবাড়ি। সেরা জা হিসেবে পুরস্কার পেয়েছেন মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত। সেরা ননদ হিসেবে পুরস্কার পেয়েছে নিম ফুলের মধুর বর্ষা। এবং সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছে ইশা। অন্যদিকে সেরা ভিন্ন স্বাদের চরিত্র হিসেবে পুরস্কার পেয়েছেন জগদ্ধাত্রী সিরিয়ালের কৌশিকী ওরফে রূপসা চক্রবর্তী।

আরও পড়ুন : কার সঙ্গে প্রেম করছেন ‘পরিণীতা’র পারুল? প্রকাশ্যে মনের মানুষের কথা ফাঁস করলেন ঈশানী

আরও পড়ুন : পারুল বাদ, ফুলকিও ফেল! জি বাংলার সেরা নায়িকা কে? কার হাতে উঠল সেরা পুরস্কার?

আর কে কোন পুরস্কার পেলেন?

প্রিয় বৌমা হিসেবে পুরস্কার পেয়েছেন জি বাংলার কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের শ্যামলী ওরফে শ্বেতা ভট্টাচার্য। প্রিয় ছেলে হিসেবে পুরস্কার পেয়েছেন ওই সিরিয়ালেরই নায়ক অনিকেত ওরফে রণজয় বিষ্ণু। প্রিয় মেয়ে হিসেবে পুরস্কার পেয়েছেন পরিণীতার পারুল এবং মিত্তির বাড়ির জোনাকি। প্রিয় স্বামী হিসেবে পুরস্কার পেয়েছেন মিত্তির বাড়ির ধ্রুব ওরফে আদৃত রায়। পুরস্কার উঠেছে পরিণীতার রায়ান ওরফে উদয় প্রতাপ সিংয়ের হাতেও। প্রিয় বউ হিসেবে ফুলকি এবং অমর সঙ্গীর শ্রী, প্রিয় বর হিসেবে ফুলকির রোহিত, প্রিয় ছেলে হিসেবে অমর সঙ্গীর রাজ ওরফে নীল ভট্টাচার্যকে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও ফুলকির শালিনী এবং মিঠিঝোরার নিলুকে প্রিয় খলনায়িকা বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।