হয়ে গেল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫ এর অনুষ্ঠান। সেরা নায়ক, নায়িকা, ননদ, বউ, শাশুড়ি, শ্বশুর ইত্যাদি আরও অন্যান্য বিভাগে কাদের হাতে উঠল সেরার সেরা পুরস্কার? জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫ এর সেরা পুরস্কার প্রাপকদের তালিকা সদ্য প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে এসেছে সেরা অভিনেত্রীর নাম। এই বছর জি বাংলার সেরা নায়িকা কে? দেখুন কাকে বেছে নেওয়া হল।
জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫ এ সেরা নায়িকা পুরস্কার পেলেন কে?
একজন নয়, এই বছর জি বাংলার সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন দুজন। জগদ্ধাত্রী এবং পর্ণা। অর্থাৎ জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিক এবং নিম ফুলের মধু সিরিয়ালের নায়িকা পল্লবী শর্মা পেলেন সেরা নায়িকার পুরস্কার। এই বছর সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিম ফুলের মধুর রীতিমতো জয়জয়কার চলেছে। শুধু সেরা নায়িকা নয়, আরও একাধিক বিভাগে পুরস্কার জয় করেছে জি বাংলার এই সিরিয়াল।
জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একাধিক পুরস্কার পেল নিম ফুলের মধু
বর্তমানে নিম ফুলের মধুর জনপ্রিয়তা তুঙ্গে। টিআরপিতে বিপরীতে স্টার জলসার তেঁতুল পাতার থেকে এখন পিছিয়ে চললেও একসময় এই সিরিয়াল ছিল বেঙ্গল টপার। জি বাংলার ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের জনপ্রিয় মেগা সিরিয়াল হিসেবে সেরা পুরস্কার পেল নিম ফুলের মধু। প্রিয় সংসার হিসেবে বেছে নেওয়া হয়েছে নিম ফুলের মধুর দত্ত বাড়িকে। সেরা জা পুরস্কার পেলেন মৌমিতা ওরফে মানসী সিনহা। আর সেরা খলনায়িকার পুরস্কারটিও উঠেছে এই সিরিয়ালের খলনায়িকা ইশার হাতে।
আরও পড়ুন : ১০০% বেঙ্গল টপার! আসছে দুগ্গামণি ও বাঘমামা, রইল জি বাংলার নতুন সিরিয়ালের প্রোমো
আরও পড়ুন : মা সিরিয়ালের ঝিলিক এখন কোথায়? কেন আর সিরিয়াল দেখা যায় না তিথি বসুকে?
জগদ্ধাত্রী কোন কোন পুরস্কার পেল?
জি বাংলার সবথেকে পুরনো মেগা সিরিয়াল জগদ্ধাত্রী। প্রায় ৯০০ পর্ব পার করে ফেলেছে এই সিরিয়ালটি। সদ্য ধারাবাহিক লিপ নিয়েছে। নতুন ট্র্যাক এসেছে গল্পে। আবারও হু হু করে বাড়ছে এই সিরিয়ালের টিআরপি। সেরা ধারাবাহিকের পুরস্কার পেয়েছে এই সিরিয়াল। আর সেই সঙ্গে সেরা নায়িকার পুরস্কার তো অঙ্কিতার হাতে উঠেইছে। শোনা যাচ্ছে কৌশিকী ওরফে রূপসা চক্রবর্তীকে ভিন্ন স্বাদের চরিত্রের জন্য সেরা পুরস্কার দেওয়া হয়েছে।