ফের জি বাংলার (Zee Bangla) আরও একটি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর নিয়ে মন খারাপ ভক্তদের। শোনা যাচ্ছে এবার নাকি চিরতরে বিদায় নিতে চলেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar)। এই মাসের মধ্যেই চার চারটি সিরিয়াল পরপর বিদায় নিল জি বাংলা থেকে। লালকুঠি, এই পথ যদি না শেষ হয়, বোধিসত্ত্বের বোধবুদ্ধির পর এবার পালা লক্ষ্মী কাকিমার।
সম্প্রতি এই মর্মে একটি খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। লক্ষ্মী কাকিমা বন্ধ হওয়ার খবর শুনে আঁতকে উঠেছেন দর্শকরা। মাত্র ১১ মাস আগেই জি বাংলার পর্দাতে এই ধারাবাহিকের হাত ধরে ফিরেছিলেন অপরাজিতা আঢ্য। তার সঙ্গে রয়েছেন দেবশঙ্কর হালদার। মাঝবয়সী এই জুটিকে নিয়ে মজাদার গল্পের প্লট প্রথম দিন থেকেই উপভোগ করেছেন দর্শকরা।
লক্ষ্মী কাকিমা সুপারস্টার শুরু হওয়ার পর থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। টিআরপি তালিকার মধ্যে বেশ ভাল স্থানে ছিল এই সিরিয়ালটি। কিন্তু শেষ কয়েক সপ্তাহ ধরে লক্ষ্মী কাকিমা সুপারস্টার তেমন ভাল ফলাফল দিতে পারেনি। এর উপর আবার বিপরীতে স্টার জলসাতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক পঞ্চমী। তার আগেই বদলে গিয়েছে লক্ষ্মী কাকিমার স্লট।
জি বাংলার নতুন ধারাবাহিক রাঙ্গা বউয়ের কারণে লক্ষ্মী কাকিমাকে সরে যেতে হয়েছে। আপাতত ১৯শে ডিসেম্বর থেকে এই সিরিয়ালটি দেখতে পাবেন সোম থেকে শুক্র প্রতিদিন রাত দশটার সময়। কিন্তু এখন জানা যাচ্ছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার শেষ শুটিংয়ের দিন নির্ধারণ হয়ে গিয়েছে। আগামী ১৯শে ডিসেম্বরই শেষ হতে চলেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার।
এই প্রসঙ্গে অবশ্য চ্যানেলের তরফ থেকে এখনও অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। মুখে কুলুপ এঁটে রয়েছেন কলাকুশলীরাও। সিরিয়ালের পরিচালক বিজয় মাঝি হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, ‘‘আপতত তো শুধু স্লটই বদল করা হয়েছে। সিরিয়াল বন্ধের ব্যাপারে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তাই এই খবরের আপতত কোনও সারবত্তা নেই’’।
লক্ষ্মী কাকিমা সুপারস্টারের কারণে আপাতত বিদায় নিতে হচ্ছে বোধিসত্ত্বের বোধবুদ্ধিকে। এতদিন রাত দশটার সময় এই সিরিয়ালের সম্প্রচার হয়ে এসেছে। তবে ১৯শে ডিসেম্বর বিদায় নিচ্ছে বোধি। তার কিছুদিন পরেই বিদায় নেওয়ার পালা লক্ষ্মী কাকিমার। জি বাংলার এই স্লটে কোনও নতুন সিরিয়াল আসবে নাকি পুরনো কোনও সিরিয়ালকে এই জায়গায় আনা হবে তা জানা যাবে কিছুদিন পর।