সারেগামাপার ফাইনালে সেরা ৭-এ উঠলেন কারা? রইল ফাইনালের ৭ প্রতিযোগীর তালিকা

জি বাংলা সারেগামাপা ২০২২ ক্রমে গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাচ্ছে। বিচারকরা কঠিন বিচার প্রক্রিয়ার মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে ফাইনালের জন্য বেছে নিলেন সেরা ৭ প্রতিযোগীকে। এর জন্য রবিবারের পর্ব ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই পর্বেই মঞ্চ থেকে ৭ প্রতিযোগীকে বেছে নেওয়া হল। এই তালিকা থেকে বাদ পড়লেন সোনিয়া গ্যাজমে। বাকি সাতজনের মধ্যে রইলেন কারা? জেনে নিন তালিকা।

রবিবার ১৫ই জানুয়ারি সারেগামাপার মঞ্চে ৮ প্রতিযোগী একে অপরকে টেক্কা দিয়ে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাই এদিন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রতিযোগীদের মধ্যে। শুরু থেকে শেষ পর্যন্ত ভাল ফলাফল করলেও একটুর জন্য পিছিয়ে পড়লেন সোনিয়া। এদিন তাকেই প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দিলেন বিচারকরা। রাতেই চ্যানেলে তরফ থেকে পোস্ট করে বিচারকদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

শুরু থেকে শেষ পর্যন্ত সোনিয়া তার গানের যাদুতে সকলের মন জয় করে নিয়েছিলেন। যদিও প্রথম প্রথম অবশ্য শুধু হিন্দি গান গাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোল্ড হতে হয়েছিল তাকে। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে বাংলা গান গেয়েও সমানভাবে মুগ্ধ করেছেন তিনি। তাই তাকে বাদ দিয়ে দেওয়ার কারণে অনেকেই বিচারকদের সিদ্ধান্তের সমালোচনা করছেন।

রবিবারের জি বাংলার ফেসবুক ওয়ালে সোনিয়াকে নিয়ে পোস্ট করে লেখা হয়, “আজ সোনিয়া বিদায় নিল সারেগামাপার মঞ্চ থেকে। তার শোনানো গান মন কেড়েছে অনেকের। তার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। গান নিয়ে অনেক দূর এগিয়ে যাও।” এই পোস্টে হ্যাস ট্যাগ দিয়ে জুড়ে দেওয়া হয়েছে সারেগামাপা ২০২২, জি বাংলা সারেগামাপা ২০২২।

এদিকে পোস্টের নিচে কমেন্ট বক্সে এই সিদ্ধান্তে সমালোচনা করে কেউ লিখছেন, “জঘন্য সব সিদ্ধান্ত। গত বছরও এক জিনিস হয়েছিল। এই বছরও হচ্ছে। শান্তনু থাকা সত্ত্বেও হচ্ছে। এত খারাপ জাজমেন্ট আগে দেখিনি।” কেউ লিখছেন, “বাংলা মাতৃভাষা না হওয়া সত্ত্বেও যে এত ভাল গান গাইত তাকেই প্রথম থেকে সরিয়ে দেওয়া হল।”

এরপর থেকে সারেগামাপার মঞ্চে হবে সেয়ানে সেয়ানে টক্কর। সেরা হওয়ার লক্ষ্যে অবিচল ঋদ্ধিমান বিশ্বাস, অ্যালবার্ট কাবো, সায়ন বৈরাগী, বিমান বুলেট সরকার, অস্মিতা কর, অঙ্কিত মালাকার এবং পদ্ম পলাশ হালদার। সেরা ৭ প্রতিযোগীদের মধ্যে এদেরকেই ফাইনালের জন্য বেছে নিয়েছেন বিচারকরা। তাই আগামী শনি-রবিবার থেকে সারেগামাপার মঞ্চে লড়াই আরও জোরদার হতে চলেছে।