পরিণীতার আগমনে বদলে গেল জি বাংলার (Zee Bangla) একাধিক সিরিয়ালের টাইম স্লট। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জি বাংলার তরফ থেকে প্রকাশ করা হলো নতুন সিরিয়ালের টাইম টেবিল। তবে নতুন সিরিয়াল আসতেই কোপের মুখে একাধিক জনপ্রিয় পুরনো সিরিয়াল। জি বাংলার নতুন টাইম টেবিল দেখেই কার্যত চোখ কপালে উঠল দর্শকদের।
জগদ্ধাত্রী নয়, পরিণীতার আগমনে সরানো হল জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধুকে। রাত ৮ টার বদলে সন্ধ্যা ৬টার সময় সম্প্রচার হবে পর্ণা এবং সৃজনের গল্প। অন্যদিকে রায়ান এবং পারুলের গল্প সম্প্রচার হবে ওই রাত ৮ টার সময়। এদিকে নিম ফুলের মধুর কারণে স্লট ছেড়ে দিতে হচ্ছে পুবের ময়নাকে। কিন্তু সিরিয়ালটি বন্ধ হচ্ছে না এখনই। বরং সিরিয়ালের সম্প্রচারের সময় এগিয়ে আনা হলো আধঘন্টা। এবার থেকে পুবের ময়নার সম্প্রচার হবে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময়।
এদিকে পুবের ময়নার কারণে আবার জি বাংলার দিদি নাম্বার ওয়ানের স্লট পরিবর্তন হল। কারণ দিদি নাম্বার ওয়ান এতদিন বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সম্প্রচার হত। পুবের ময়না আধঘন্টা এগিয়ে এলে দিদি নাম্বার ওয়ানকেও স্লট পরিবর্তন করতে হবে। দিদি নাম্বার ওয়ান সম্প্রচার হবে বিকেল ৪.৩০ টা থেকে ৫.৩০ টা পর্যন্ত। সেই সঙ্গে আবার ৪.৩০ এর স্লটের রান্নাঘরের সময় পরিবর্তন হল। কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় এই অনুষ্ঠানের সম্প্রচার হবে বিকেল ৪.০০ টার সময়।
আরও পড়ুন : গুরুতর অসুস্থ রচনা ব্যানার্জী! বন্ধ হল সব অনুষ্ঠান
আরও পড়ুন : ঘরভাঙ্গানি, চোর! পর্দার ‘অনুপমা’ রূপালির বিরুদ্ধে বিস্ফোরক সৎ মেয়ে
ওদিকে আবার কম টিআরপির কারণে মাত্র তিন মাসের মাথায় বন্ধ হচ্ছে কাজল নদীর জলে। আর নীল ও শ্যামৌপ্তির অমর সঙ্গীরও স্লট গেল বদলে। ১১ ই নভেম্বর থেকে বিকেল ৩.৩০ এর সময় সম্প্রচার হবে এই সিরিয়াল। অন্যদিকে আদৃত রায় এবং পারিজাত চৌধুরীর আসন্ন সিরিয়াল মিত্তির বাড়ির সময়সূচী এখনো জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে রাতে ৯.৩০ এর সময় মিঠিঝোরার পরিবর্তে এই সিরিয়ালের সম্প্রচার হতে পারে।