রাতারাতি বদলে গেল জি বাংলার টাইম স্লট, রইল আপনার পছন্দের সিরিয়ালের নতুন সম্প্রচারের সময়সূচি

জি বাংলাতে (Zee Bangla) আসছে একগুচ্ছ নতুন সিরিয়াল (Bengali Mega Serial)। যে কারণে খুব শীঘ্রই চ্যানেলের একাধিক সিরিয়ালের টাইম স্লট (Zee Bangla Serial New Time Slot) বদলে যাবে। ইদানিং সোহাগ জল, তোমার খোলা হাওয়া থেকে শুরু করে মিঠাই সিরিয়ালের বন্ধ হয়ে যাওয়া নিয়ে খবর শোনা যাচ্ছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে আগামী ২৭শে মার্চ থেকে জি বাংলার সময়সূচিতে কিছু পরিবর্তন হতে চলেছে।

ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে এই সম্পর্কে বিস্তারিত আপডেট দিয়ে দেওয়া হয়েছে। চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ২৭ শে মার্চ থেকে বিকেল সাড়ে চারটের সময় ‘ঘরে ঘরে জি বাংলা’ নামের শোয়ের সম্প্রচারের সময় বদলে যাচ্ছে। ঐদিন থেকে দুপুর আড়াইটা থেকে সম্প্রচারিত হবে জি বাংলার নতুন এই গেম শো।

DIDI NUMBER ONE

এরপর বিকেল পাঁচটার সময় সম্প্রচারিত হবে দিদি নাম্বার ওয়ান। বিগত ১০ বছর ধরে একই সময়ে সম্প্রচারিত হচ্ছে রচনা ব্যানার্জীর গেমিং শো। ছয়টা থেকে সম্প্রচারিত হবে মিঠাই। সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হবে খেলনা বাড়ি এবং সাতটা থেকে আগের মতই সম্প্রচারিত হচ্ছে জগদ্ধাত্রী। এই তিনটি সিরিয়াল জি বাংলাকে ভালই টিআরপি এনে দিচ্ছে।

এরপর সাড়ে সাতটার সময় গৌরী এলো, রাত আটটার সময় নিম ফুলের মধু এবং সাড়ে আটটায় রাঙা বউ যেরকম সম্প্রচারিত হচ্ছিল সেরকমই হবে। তবে রাত ন’টা থেকে জি বাংলার টাইম স্লটে একটা বিরাট পরিবর্তন আসছে। ২৭ শে মার্চ থেকে নতুন সিরিয়াল মুকুট সম্প্রচারিত হবে রাত সাড়ে নটা থেকে।

SOHAG JOL

প্রথমে শোনা গিয়েছিল মুকুট সোহাগ জলের জায়গা নেবে। কিন্তু সোহাগ জলের টিআরপি এখন মোটামুটি ভাল আছে। তাই মুকুটকে তোমার খোলা হাওয়ার স্লট দেওয়া হচ্ছে। অন্যদিকে তোমার খোলা হাওয়া তিন মাসে অনুরাগের ছোঁয়ার বিপরীতে টিআরপি পায়নি। অগত্যা ২৭ শে মার্চ থেকে এই সিরিয়ালের নতুন সময়সূচি হতে চলেছে বিকেল তিনটে।

TOMAR KHOLA HAWA

রাত দশটায় ইচ্ছে পুতুল এবং রাত সাড়ে দশটায় জি বাংলাতে এখন সম্প্রচারিত হয় মন দিতে চাই। এই দুটি সিরিয়ালের টিআরপিও এখন বেশ কম। এরকম চলতে থাকলে শীঘ্রই টিআরপি কম থাকা সিরিয়ালগুলোর ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল।