আরজি কর কাণ্ডের জের! বন্ধ হয়ে গেল রচনার ‘দিদি নাম্বার ওয়ানে’র অডিশন

এক সপ্তাহ আগে আর জি কর (RG Kar Case) মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নির্মম হত্যা এবং ধর্ষণের ঘটনার আঁচ এখনো কমেনি। পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশ এমনকি পৃথিবী এই মর্মে ওই তরুণী পাশে রয়েছেন। বিচার চাইছেন। এমতাবস্থায় বন্ধ হয়ে গেল জি বাংলার (Zee Bangla) ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) শো এর দু-দুটি অডিশন। চ্যানেলের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে জানানো হয়েছে এই খবর।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে করোনেশন হাই স্কুলের মাঠে রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) দিদি নাম্বার ওয়ান শোয়ের অডিশন এবং আরো একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে আরজি কর কাণ্ড ঘটে যাওয়ার পর ওই স্কুলের প্রধান শিক্ষক জি বাংলাকে চিঠি লেখেন। চিঠিতে তিনি শোয়ের অডিশনগুলো সাময়িকভাবে এখন বন্ধ রাখার আর্জি জানান। আর তা মানতে বাধ্য হয়েছে বেসরকারি সংস্থাটি।

DIDI NUMBER ONE

চিঠিতে লেখা ছিল সারাদেশ যখন আরজি করের মত ঘটনায় হতবাক, পথে নেমে প্রতিবাদ করছে, তখন অনুষ্ঠানের অডিশন সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। শেষ পর্যন্ত চ্যানেল তা মানতে বাধ্য হয়েছে। ফেসবুকে জি বাংলার তরফ থেকে একটি পোস্ট করে জানানো হয় অডিশন বাতিলের খবর। তবে কোনো কারণ নির্দিষ্ট করে জানানো হয়নি।

ওই স্কুলের প্রধান শিক্ষিকা এই মর্মে ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, “বলাই চলে নৈতিক জয় আমাদের। প্রতিবাদী মেয়েদের চাপে কার্যত বেসরকারি চ্যানেলের কর্তৃপক্ষ বাধ্যই হলেন এই শো এর অডিশন বন্ধ করতে।” এই সিদ্ধান্তকে সমর্থন করছেন সকলেই। একইসঙ্গে আবার দিদি নাম্বার ওয়ান এবং রচনা ব্যানার্জীর জোর সমালোচনাও হচ্ছে।

আরও পড়ুন : আরজিকর নিয়ে ‘কেঁদেকেটে ওভার অ্যাকটিং’ রচনার! ধুয়ে দিলেন বিরক্ত নেটিজেনরা

RACHNA BANERJEE ON RG KAR CASE

আরও পড়ুন : ওভার অ্যাক্টিংয়ে রচনাকেও ছাড়িয়ে গেলেন! আরজি কর প্রসঙ্গে ঋতুপর্ণাকে ধুয়ে দিল নেটপাড়া

উল্লেখ্য, আর জি করের ঘটনার এক সপ্তাহের মাথায় সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন রচনা ব্যানার্জী। তাতে তাকে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কাঁদতে দেখা যায়। যদিও এসব দেখে মন ভেজেনি সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের। তৃণমূল সাংসদ রচনার ভিডিও দেখে কেউ লিখছেন ‘কুমিরের কান্না’, কেউ লিখছেন তিনি অভিনয় করছেন। রচনার পাল্টা দাবি তৃণমূলে যোগদান করেছেন বলেই তাকে এসব শুনতে হচ্ছে।