পুষ্পা বাদ, বাহুবলীও ফেল। জানেন কি ভারতের কোন সিনেমা ইউনিভার্স বা ফ্রাঞ্চাইজি সব থেকে বেশি টাকা আয় করেছে? ভারতের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমাগুলোর মধ্যে পুষ্পা, বাহুবলী, কেজিএফের নাম থাকবে সবার আগে। এই সিনেমাগুলোর একের পর এক পার্ট বেরিয়েছে। আগামী দিনেও বেরোবে। দক্ষিণ থেকে বলিউড, একেবারে হলিউডি কায়দায় একটার পর একটা সিনেমা ফ্রাঞ্চাইজি তৈরি হচ্ছে ভারতেও। তবে আয়ের ব্যাপারে কিন্তু বাহুবলী, পুষ্পা, কেজিএফের মত সব দক্ষিণী সিনেমা ফ্রাঞ্চাইজিকে পিছনে ফেলে দিয়েছে বলিউড।
এই মুহূর্তে ভারতের সবথেকে বেশি আয়ের ফিল্ম ফ্রাঞ্চাইজি হল ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স বা যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্স। এই ফ্রাঞ্চাইজির মোট ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। গোটা বিশ্বজুড়ে এই সিনেমাগুলোর মোট বক্স অফিস কালেকশন ২৯০০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে শাহরুখ খানের পাঠান। যে সিনেমা বিশ্বজুড়ে ১০৫০ কোটি টাকার ব্যবসা করেছে। এছাড়াও রয়েছে সালমান খানের টাইগার। টাইগারের তিনটে সিরিজের মোট আয় ১,৩৬৬ কোটি টাকা। হৃত্বিক রোশনের ওয়ার বিশ্বব্যাপী আয় করেছে ৪৭৫ কোটি টাকা।
যশরাজ ফিল্মস প্রোডাকশন হাউজের এই স্পাই ইউনিভার্স সুপার হিরো নয়, ভারতের সুপার স্পাইদের গল্প বলে। ২০১২ সালে এক থা টাইগার সিনেমা দিয়ে শুরু হয়েছিল এই ফ্রাঞ্চাইজি। এরপর মুক্তি পায় টাইগার জিন্দা হে এবং ওয়ার। ২০২৩ সালে মুক্তি পায় পাঠান। এবং এই সিনেমাতে আগের সিনেমার চরিত্র দের ক্যামিও এবং ক্রস ওভার কার্যত এই ইউনিভার্সকে জুড়ে দিয়েছে। তারপর মুক্তি পাই টাইগার ৩ এবং দর্শকদের অনুমান এই ফ্রাঞ্চাইজি আগামী দিনেও চলতেই থাকবে। তবে এরই মধ্যে ৩ হাজার কোটি টাকার কাছাকাছি উপার্জন করে এই স্পাই ইউনিভার্স উঠে এসেছে এক নম্বরে।
আরও পড়ুন : থ্রিলার-সাসপেন্স থেকে অ্যাকশন-ড্রামা! এই সপ্তাহেই ওটিটিতে মুক্তি পাচ্ছে একগুচ্ছ সিনেমা ও সিরিজ
আরও পড়ুন : ২০২৫ এর সবথেকে বড় ৪টি দক্ষিণী সিনেমা, যা ভেঙে দেবে বক্স অফিসের সব রেকর্ড
তবে এই ইউনিভার্সে আগে বাহুবলী এসেছে। এর মাত্র দুটি পার্ট থেকেই ২৩০০ কোটি টাকা আয় হয়েছেন। তারপরে রয়েছে পুষ্পা সিরিজের দুটি সিনেমা, যাদের মোট আয় ২০০০ কোটি টাকা। এছাড়াও রয়েছে কেজিএফ, যার আয় ১৫০০ কোটি টাকা। রোহিত শেট্টির কপ ইউনিভার্স ১৪৩০ কোটি টাকা আয় করেছে। যদিও দক্ষিণের সিনেমাগুলোর আপাতত দুটি করেই পার্ট বেরিয়েছে। সেই জায়গায় বলিউডের সিনেমার পার্টের সংখ্যা বেশি।