দেখতে দেখতে প্রায় এক মাস কাটতে চলল। আর জি কর (RG Kar Case) মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং খুনের এখনও কোনও সঠিক তদন্তের তথ্য উঠে এলো না। আজও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ মিছিলে সামিল সাধারণ মানুষ। কে বা কারা নৃশংস অত্যাচার চালিয়েছিল ওই তরুণীর উপর? সেই উত্তর আজও অধরা। অথচ এক ইউটিউবারের দাবি তিনি নাকি কথা বলেছেন তিলোত্তমার আত্মার সঙ্গে।
হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। একজন ইউটিউবার প্ল্যানচেট করে নাকি তিলোত্তমার আত্মা ডেকে এনেছিলেন। তিনি নাকি তার সাক্ষাৎকার নিয়েছেন। বেশ কিছু ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়ছে এরকম ভিডিও। একজন ইউটিউবার প্ল্যানচেট করে নাকি নির্যাতিতার আত্মাকে ডেকেছেন। তার সঙ্গে কথা বলে জেনেছেন সেই আত্মা নাকি এখনও ওই হাসপাতালে ঘুরছে।
ওই ইউটিউবারের দাবি ৯ই আগস্ট রাতে তিলোত্তমার সঙ্গে কী হয়েছিল তা নাকি তাকে জানিয়েছে ওই আত্মা। যদিও ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী মঞ্চ এই তত্ত্ব মানতে নারাজ। তাদের পাল্টা দাবি, যদি কেউ আত্মাকে হাজির করে সবটা বলে দিতে পারে তাহলে এত তদন্ত ও আন্দোলনের কী প্রয়োজন?
শুধু তাই নয়, বিজ্ঞান এবং যুক্তিবাদী মঞ্চ এইসব ইউটিউবারদের প্রতি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তাদের দাবি যদি কেউ প্রমাণ করতে পারেন তারা আত্মার সঙ্গে কথা বলছেন, তাহলে ৫০ লাখ টাকা করে দেওয়া হবে। নতুবা মেনে নিতে হবে এসব লোক ঠকানোর কারসাজি। আত্মার সঙ্গে কথা বলেই যেখানে সব তথ্য জানা যাবে, সেখানে আর তদন্তের কী প্রয়োজন?
আরও পড়ুন : তুমিও চটি চাটার দলে? অভিজিৎ ভট্টাচার্যকেও ধুয়ে দিল নেটপাড়া
আরও পড়ুন : কেন সামনে আসছেন না আরজি কর নির্যাতিতার প্রেমিক? কেন আড়ালে থাকছেন তিনি?
বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সাধারণ সম্পাদক মনীশ রায়চৌধুরী সংবাদ প্রতিদিনকে বলেছেন, “মোবাইলে ভিডিয়ো করে কী লাভ? যাঁরা আরজি করের নির্যাতিতা তরুণীর আত্মার সঙ্গে কথা বলার দাবি করছেন তারা সামনে আসুক। আমাদের সমিতির সদস্যের সামনে প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ স্থাপন করে প্রকাশ করুক খুনীদের নাম। তাহলেই ৫০ লক্ষ টাকা পুরস্কার মিলবে। আর না পারলে মেনে নিক এগুলো স্রেফ বুজরুকি, লোক ঠকানোর কায়দা মাত্র’’।