কঠিন রোগে আক্রান্ত আরমান মালিকের ছেলে! কান্নায় ভেঙে পড়লেন দুই স্ত্রী

কঠিন রোগ বাসা বেঁধেছে ইউটিউবার আরমান মালিকের দুই বছরের ছেলে জায়েদের শরীরে। সোশ্যাল মিডিয়াতে কান্নায় ভেঙে পড়লেন আরমানের দুই স্ত্রী। দুই স্ত্রী এবং ৪ সন্তান নিয়ে আরমানের বেশ সুখের সংসার। কিন্তু সুখের সংসারে হঠাৎ বিষাদের ছায়া নেমে এলো। সম্প্রতি ইউটিউব চ্যানেলে এসে কান্নায় ভেঙে পড়লেন আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা। জানালেন তার ছেলে জায়েদের শারীরিক অবস্থা খুবই খারাপ। রিকেট রোগে আক্রান্ত হয়েছে সে।

কী হয়েছে আরমান মালিকের ছেলে জায়েদের?

কৃতিকা ইউটিউব ভিডিওতে জানিয়েছেন ভিটামিন ডি এর দীর্ঘস্থায়ী অভাবের কারণে শিশুদের রিকেট রোগ হয়। সেই রোগী আক্রান্ত হয়েছে তার ছেলে। যার ফলে তার হাড় নরম এবং দুর্বল। তিনি জায়েদের মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনেন। তিনি জানান জায়েদের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে সে এখন ডাক্তার দেখলেও ভয় পাচ্ছে। আর জায়েদের এই অবস্থার জন্য নেট নাগরিকদেরই দায়ী করলেন আরমানের দ্বিতীয় স্ত্রী। তার দাবি সোশ্যাল মিডিয়াতে তাদের পরিবারকে যেভাবে গালিগালাজ করা হয়, অনবরত অভিশাপ দেওয়া হয়, তার ফলই তার ছোট্ট সন্তানকে ভুগতে হচ্ছে। তাই তিনি অনুরোধ করেছেন যেন অন্তত তাদের সন্তানকে কেউ কোনও খারাপ কথা না বলেন।

 Armaan Malik

কৃতিকা এবং পায়েল দুজনেই এদিন নেট নাগরিকদের ভৎসনা করেছেন। পায়েল কাঁদতে কাঁদতে এদিন বলেন, “আপনারা অনেক অভিশাপ দেন। ১৯ মাস আগেও পরীক্ষা করিয়েছিলাম তখন জায়েদের কিছু ছিল না। কথায় আছে অভিশাপ পাথর ভেঙে দেয়। আমাদের বাচ্চাদের দয়া করে অভিশাপ দেবেন না। বাচ্চাদের ভালো লাগলে ভালোবাসা দিন। আর যদি অভিশাপ দিতেই হয় আমাকে দিন, কৃতিকাকে দিন কিংবা আরমানকে দিন। তবে বাচ্চাদের দয়া করে ছেড়ে দিন। ওদের অভিশাপ দেবেন না।”

আরও পড়ুন : না খেতে পেয়ে ধুঁকে ধুঁকে মরেছেন! এই বলিউড তারকাদের শেষ জীবন ছিল খুবই মর্মান্তিক

Armaan Malik

আরও পড়ুন : বিয়ে করলেন আরমান মালিক! পাত্রী কে? দেখুন বিয়ের ফটো অ্যালবাম

উল্লেখ্য, ২০১১ সালে আরমান মালিক পায়েলকে বিয়ে করেন। তবে পায়েলও ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। ২০১৮ সালে পায়েলকে ডিভোর্স না দিয়েই পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে বিয়ে করে নেন আরমান। তাও আবার আলাপ হওয়ার মাত্র ৭ দিনের মাথায় তারা পালিয়ে বিয়ে করেন। পায়েল এরপর কৃতিকাকেও সতীন হিসেবে মেনে নেন এবং আরমান ইসলাম ধর্ম গ্রহণ করে দুই স্ত্রীকে নিয়ে সংসার শুরু করেন। পায়েলের একটি সন্তান ছিল যার নাম চিরায়ু। ২০২৩ সালে আরমানের দুই স্ত্রী একসঙ্গে গর্ভবতী হন। পায়েল জমজ সন্তানের জন্ম দেন এবং কৃতিকার ছেলে জায়েদের জন্ম হয়। সেই জায়েদ বর্তমানে অসুস্থ। তার দ্রুত আরোগ্য কামনা করছেন নেট নাগরিকরা।