বলিউডের মতো দক্ষিণী ছবিতেও (South Indian Films) অভিনয় করার স্বপ্ন দেখছে বহু অভিনেতা-অভিনেত্রীর। বিশেষ করে বর্তমান সময় ভারতীয় দর্শকদের মধ্যে দক্ষিণী ছবি নিয়ে উৎসাহ বেড়েছে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কম বয়সী অভিনেত্রী রয়েছেন রয়েছেন যাদের ভক্তের সংখ্যা বলিউডে অভিনেত্রীদের চেয়েও বেশি। এমনি কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম দেওয়া হল এই তালিকায়।
মীনাক্ষী অনুপ (Meenakshi Anoop): মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ মীনাক্ষী অনুপ। যিনি বেবি মীনাক্ষী নামেও পরিচিত। তাকে প্রথমবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘অমর আকবর অ্যান্টনি’ ছবিতে। সেই ছবিতে অভিনয় করার পরেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছিলেন তিনি তার বয়স এখন মাত্র ১৭ বছর।
আনিখা সুরেন্দ্রন (Anikha Surendran): ইতিমধ্যেই মালায়লম, তামিল, তেলেগু ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন মাত্র ১৮ বছর বয়সী অভিনেত্রী আনিখা সুরেন্দ্রন। তার অভিনীত ছবিগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত ‘কাধা থুদারুনু’, ‘ইয়েন্নাই অরিন্ধাল’ ও ‘রেস’ ইতাদি।এখন তার বয়স আঠারো বছর।
কৃতি শেঠি (Krithi Shetty): হৃতিক রোশন অভিনীত হিন্দি ছবি ‘সুপার ৩০’টে প্রথমবার দেখা গিয়েছিল কৃতি শেঠিকে। তারপর তাকে বহু দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে যার মধ্যে অন্যতম হল ‘উপেনা’ ও ‘শ্যাম সিংহ রায়’। খুব শীঘ্রই তার অভিনীত ‘কাস্টডি’ ছবিটি মুক্তি পাবে। এখন তার বয়স ১৯ বছর।
আনস্বরা রাজন (Anaswara Rajan): মাত্র ২০ বছর বয়সে মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে উঠেছেন আনস্বরা। তার অভিনীত ছবিগুলির মধ্যে ‘থানি মাথান দিনাঙ্গল’, ‘উদাহারানম সুজাথা’, ‘ইভিডে’ সবচেয়ে বেশি জনপ্রিয়। খুব শীঘ্রই হিন্দি ছবি ‘ইয়ারিয়ান ২’তে দেখা যাবে তাকে।
দেবিকা সঞ্জয় (Devika Sanjay): তার অভিনীত ‘নজান প্রকাশন’ ছবিটি খুব জনপ্রিয়। বক্স অফিসেও ভালো কালেকশন করেছিল এই ছবি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা ফাহাদ ফাসিল। দেবিকার বয়স মাত্র কুড়ি বছর।
রেশ্মিকা মন্দানা (Rashmika Mandanna): দক্ষিণী ছবি দিয়ে কেরিয়ার শুরু হলেও রেশ্মিকা কিন্তু বরাবরই উত্তর ভারতে খুব জনপ্রিয় ছিল। তবে ‘পুষ্পা’ ছবিটি মুক্তি পাওয়ার পর তিনি খুব জনপ্রিয় হয়ে উঠেছে ছিলেন। তারপর বেশ কিছু হিন্দি ছবিতেও দেখা গিয়েছে তাকে। বর্তমানে তার বয়স ২৬ বছর।