মহাকুম্ভে মহিলাদের সম্মান বিকচ্ছে নিলামে! কঠোর পদক্ষেপ নিল প্রশাসন

কুম্ভস্নান করে পাপ ধুচ্ছেন সকলে। তারই মধ্যে কিছু মানুষ সেখানে যাচ্ছেন পাপ করতে এবং অন্যদের পাপের পথে ঠেলতে। কিছুজন মহাকুম্ভে গিয়ে মহিলাদের স্নানের গোপন ছবি ও ভিডিও তুলে ভাইরাল করছেন সোশ্যাল মিডিয়ায়! চাঞ্চল্যকর এই অভিযোগ উঠতেই ব্যবস্থা নিল প্রশাসন। এই ঘটনায় চক্ষু চড়কগাছ গোটা দেশের মানুষের। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে এইসব গোপন ছবি এবং ভিডিও। নষ্ট করা হচ্ছে মহিলাদের সম্মান।

কুম্ভে স্নান করতে এসে ভাইরাল হল মহিলাদের গোপন ভিডিও

কুম্ভে স্নান করতে আসা মহিলাদের আপত্তিকর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছিল একদল মানুষ। কিছু কিছু প্লাটফর্মে মহিলাদের স্নানের এবং পোশাক বদলের ছবি আপলোড করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশ এরই মধ্যে দুটি সোশ্যাল মিডিয়া একাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিছু ইনস্টাগ্রাম একাউন্টে মহিলাদের গোপন ভিডিও আপলোড হয়েছে। টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে আবার এই ভিডিও ৩ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

Mahakumbh

ঘটনাটি উত্তর প্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের নজরে আসে। দেখা যায় মহিলাদের স্নানের এবং পোশাক বদলের ছবি আপলোড করা হচ্ছে কিছু কিছু প্ল্যাটফর্মে। এরপর খতিয়ে দেখতেই দেখা যায় কুম্ভস্নানের একাধিক ছবি এবং ভিডিও রয়েছে এতে। ব্যাপার দেখে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কোতোয়ালি কুম্ভ মেলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে। নেওয়া হয়েছে আইনি পদক্ষেপ। বেশ কিছু ইনস্টাগ্রাম প্রোফাইল চিহ্নিত করা হয়েছে যেখান থেকে এসব ভিডিও আপলোড হয়েছে।

আরও পড়ুন : শরীর দেখাতে মহাকুম্ভে গিয়েছেন! প্রবল সমালোচনার মুখে রিভা অরোরা

Mahakumbh

আরও পড়ুন : অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে মহাকুম্ভ স্নান! স্যান্ডি সাহাকে ধুয়ে দিল নেটিজেনরা

অপরাধীদের শনাক্ত করতে সাহায্য করবে মেটা

প্রশাসন এরই মধ্যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর মালিক সংস্থা মেটার কাছে এই বিষয়ে আরও তথ্য জানতে চেয়েছে। যেসব ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে বেশ কিছু পুরনো। টেলিগ্রামে যারা এই ভিডিওগুলো তিন থেকে চার হাজার টাকায় বিক্রি করেছেন তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।