রাতারাতি সিরিয়াল ছাড়লেন দুই শালিকের নায়িকা! যমজ চরিত্রে অভিনয় করবেন কে?

তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্ত, দুজনের চেহারার মধ্যে রয়েছে ব্যাপক মিল। আর সেই কারণেই স্টার জলসার দুই শালিক সিরিয়ালের নায়িকা হিসেবে তিতিক্ষা এবং নন্দিনীকে কাস্ট করা হয় দুই যমজ বোনের চরিত্রে। যমজ বোনের চরিত্রে বেশ ভালই অভিনয় করছিলেন দুজনে। দর্শকরাও বেশ পছন্দ করছিলেন আঁখি এবং ঝিলিককে। কিন্তু হঠাৎ সিরিয়াল থেকে সরে গেল আঁখি ওরফে তিতিক্ষা দাস। মাথায় বাজ পড়ল ভক্তদের। এবার কীভাবে এগোবে গল্প?

দুই শালিকের নতুন মোড়

সম্প্রতি ধারাবাহিক নতুন মোড় নিয়েছে। তাতে আঁখি চরিত্রটির মৃত্যু দেখানো হয়েছে ঝিলিকের হাতে। দেখানো হয় ঝিলিক নিজের হাতে গুলি মেরে আঁখিকে খুন করেছে। দর্শকরা প্রথমে এই দৃশ্যকে ধারাবাহিকের কোনও স্টান্ট ভেবেছিলেন। কিন্তু আসল ঘটনা প্রকাশ্যে এলো। আসলে তিতিক্ষা নাকি এই সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন। আঁখি চরিত্রে তাকে দেখা যাবে না আর। সেই কারণেই তার চরিত্রটির মৃত্যু দেখিয়ে আপাতত কিছুদিনের জন্য সরিয়ে দেওয়া হল।

 Dui Shalik

কেন সিরিয়াল ছেড়ে দিলেন তিতিক্ষা দাস?

ইচ্ছে পুতুল খ্যাত অভিনেত্রী তিতিক্ষার এটা ছিল দ্বিতীয় সিরিয়াল। অভিনেত্রী হিসেবে তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন। দুই শালিক সিরিয়ালে তার চরিত্রটি খুবই শান্ত এবং ভীত প্রকৃতির। দুই বোন হওয়া সত্ত্বেও আঁখির থেকে ঝিলিক এই সিরিয়ালে বেশি প্রাধান্য পাচ্ছে বলে বরাবরই অভিযোগ তুলেছেন দর্শকরা। ঝিলিক এবং গৌরবকে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক ততটা গুরুত্ব আঁখি ও দেবাকে দেওয়া হচ্ছে না এই দাবি তুলেছিলেন ভক্তরা। সেই কারণেই কি সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন তিতিক্ষা? উত্তর অধরা।

আরও পড়ুন : রাতারাতি সিরিয়াল ছাড়লেন তেঁতুলপাতার অভিনেত্রী! হঠাৎ কী হল?

 Dui Shalik

আরও পড়ুন : নিম ফুলের মধু ছেড়ে নতুন সিরিয়ালে ‘সৃজন’ রুবেল দাস! নায়িকা কে?

দুই শালিকের নতুন আঁখি কে হবেন?

সম্প্রতি দুই শালিকের একটি ফ্যান পেজ থেকে সম্প্রতি এই তথ্য শেয়ার করা হয়েছে। ফ্যানেদের দাবি, তিতিক্ষা সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন বলেই আঁখির মৃত্যুর ট্র্যাক আনা হয়েছে। তবে এই সিরিয়ালের গল্প যেহেতু দুই জমজ বোনকে কেন্দ্র করে তাই আঁখি চরিত্রটি এখন থেকে নন্দিনীকেই করতে হবে। অর্থাৎ আঁখি এবং ঝিলিক এই দুই চরিত্রেই অভিনয় করবেন নন্দিনী। যদিও এ বিষয়ে এখনও চ্যানেলের তরফ থেকে কিংবা নির্মাতাদের তরফ থেকে বিশেষ কোনও ঘোষণা করা হয়নি। সবটাই ফ্যানেদের অনুমান। তাদের অনুমান সত্যি হয় নাকি তিতিক্ষা আবার আঁখি হয়ে ফিরবেন সেটাই দেখার।