রাতারাতি বদলে যাবে ‘চিরসখা’র নায়ক! সুদীপের জায়গায় আসবেন কোন নতুন অভিনেতা?

স্টার জলসাতে সবেমাত্র শুরু হয়েছে লীনা গাঙ্গুলির নতুন সিরিয়াল চিরসখা। গত একমাসে টিআরপি তালিকাতে সেরা দশের মধ্যে ঢুকেও পড়েছে এই সিরিয়াল। কিন্তু প্রথম থেকেই এই সিরিয়াল নিয়ে দর্শকদের মধ্যে বেজায় সমালোচনা রয়েছে। সিরিয়ালের গল্প নিয়ে আপত্তি রয়েছে দর্শকদের কারো কারো। কেউ কেউ আবার অপরাজিতা ঘোষ দাসের সঙ্গে সুদীপ মুখার্জির জুটি নিয়ে সমালোচনা করছেন। এমনকি বর্তমানে এও শোনা যাচ্ছে যে সুদীপের জায়গায় নাকি নতুন অভিনেতা আসতে চলেছেন সিরিয়ালে। তিনি কে জানেন?

চিরসখার নতুন নায়ক কে?

মাঝ বয়সী এক বিধবা মহিলা ও মাঝ বয়সী পুরুষের সম্পর্কের উপর ভিত্তি করে লীনা গাঙ্গুলী তার এই নতুন সিরিয়ালের প্লট লিখেছেন। গল্পের নায়িকা স্বামীহারা। তবে তিনি তার চিরসখা হিসেবে পাশে পেয়েছেন স্বামীর বন্ধুকে। তাদের এই সম্পর্ক নিয়ে সমাজে অনেক কটাক্ষ হয়। তবুও সব অপমান হজম করে বৌঠানের পাশে দাঁড়ায় তার নতুন ঠাকুরপো। শুরু থেকেই অপরাজিতার সঙ্গে সুদীপকে মানাচ্ছে না বলে দাবি তুলছিলেন দর্শকদের একাংশ। হঠাৎ শোনা গেল মাসখানেকের মধ্যেই নাকি এই সিরিয়ালের নায়ক বদল হচ্ছে। সুদীপের জায়গা নিতে নাকি আসছেন ঋষি কৌশিক।

Rishi Kaushik And Aparajita Ghosh

আসলে অপরাজিতার সঙ্গে ঋষি কৌশিকের জুটি টিভির পর্দায় দারুণ হিট। একদিন প্রতিদিন থেকে শুরু করে এখানে আকাশ নীল, কুসুম দোলা, ঋষি এবং অপরাজিতাকে একসঙ্গে বরাবরই খুব পছন্দ করেছেন দর্শকরা। যখন লীনা গাঙ্গুলির নতুন এই সিরিয়ালের ঘোষণা হয়েছিল তখন নায়িকার চরিত্রে অপরাজিতার নাম জেনে দর্শকরা ধরেই নিয়েছিলেন তার বিপরীতে থাকবেন ঋষি। কিন্তু ঋষি জায়গায় সুদীপকে দেখে অনেকেই প্রথম প্রথম মেনে নিতে পারেননি। তাই বলা হচ্ছে দর্শকদের চাপে পড়েই নাকি নায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। সত্যিই কি সুদীপের জায়গা নিতে আসবেন ঋষি কৌশিক?

চিরসখাতে পা রাখবেন ঋষি কৌশিক?

এই প্রসঙ্গে ঋষি কৌশিককে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন তার কাছে এমন কোনও খবর এখনো আসেনি। তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। আর লীনা গঙ্গোপাধ্যায় নিজেই এই জল্পনা প্রসঙ্গে আনন্দবাজারের কাছে বলেন এই রটনা সম্পূর্ণ মিথ্যা। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে সুদীপই অভিনয় করবেন। মুখ খুলেছেন সুদীপও। তিনিও ওই একই কথা জানাচ্ছেন।

আরও পড়ুন : ‘নোংরা চরিত্র’ ফাঁস করে দেবেন! ‘কথা’ সুস্মিতাকে হুমকি দিলেন প্রেমিক

Chirosakha

আরও পড়ুন : স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে কে কোন পুরস্কার পেল? ‌টিভির আগেই ফাঁস ফলাফল

কী জানালেন সুদীপ মুখোপাধ্যায়?

“যখন এই ধারাবাহিক ঘোষণা করা হয় তখন থেকেই প্রচুর কটাক্ষ সহ্য করেছি। কিন্তু এখন যখন এমন জল্পনার পোস্টে কমেন্ট দেখি তখন মন ভালো হয়ে যায়। অনেকেই জানান যে এই চরিত্রে আমিই সেরা। আমি সরে গেলে নাকি তাঁদের এই ধারাবাহিক দেখার আকর্ষণ কমে ভাবে। তাঁরা আমাকেই চান।”