বর্তমানে টলিউডে লেডি সুপারস্টার বলতে কি সত্যিই কেউ আছেন? শুধু যাকে দেখার জন্য সিনেমা হলগুলোতে ভিড় জমাবেন দর্শকরা? হ্যাঁ, সুপারস্টার অবশ্য অনেকেই আছেন। যেমন দেব, জিৎ, প্রসেনজিৎ। যাদের শুধুমাত্র নাম শুনেই সিনেমা হল ভরিয়ে দেবেন দর্শকরা। কিন্তু উল্টোদিকে শুভশ্রী গাঙ্গুলী, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান কিংবা কোয়েল মল্লিকের সেই স্টার ভ্যালু কি সত্যিই আছে দর্শকের হলে টেনে নিয়ে যাওয়ার?
কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমন অবস্থা হল টলিউড নায়িকাদের? আপনি যদি আজ থেকে ৪০-৫০ বছর আগে লক্ষ্য করেন তাহলে দেখবেন টলিউডের স্বর্ণযুগে কিন্তু এখনকার মত এই অবস্থা ছিল না নায়িকাদের। সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জীদের মত দাপুটে অভিনেত্রীরা ছিলেন সেই সময়। সিনেমা হলে দর্শক নিয়ে যাওয়ার জন্য তাদের নামটাই শুধু যথেষ্ট ছিল। তাদের জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে নায়কদের সমান পারিশ্রমিক নিতেন তারা। আর প্রযোজকরাও তাদের দাবি মানতে বাধ্য ছিলেন।
শুধু পারিশ্রমিক নয়, সেই সময় নায়িকাদের সব শর্তও মাথাপেতে মেনে নিতে হত সিনেমা নির্মাতাদের। কিন্তু টলিউডের দুর্ভাগ্য, এখনকার পরিস্থিতি অনেকটাই আলাদা। মিমি, নুসরাত, শুভশ্রী, কোয়েলরা দিনে দিনে তাদের স্টার ভ্যালু হারাচ্ছেন। আর নতুন নায়িকাদের মধ্যে রুক্মিণী মৈত্র, ইধিকা পালদের তো এমনিতেই সিনেমাগুলোতে নায়িকা নয় শো পিসের মত ব্যবহার করা হয়। কোয়েল যদিও বা নায়ক বর্জিত সিনেমায় আলাদা কিছু করে দেখানোর চেষ্টা করছেন। অরুন্ধতী, মিতিন মাসির মত সিনেমা দিয়ে স্বতন্ত্র হয়ে ওঠার চেষ্টা করছেন কিন্তু অরুন্ধতীর পর তার ঐকিক সিনেমাও এমন সাফল্য অর্জন করতে পারেনি যে তাকে লেডি সুপারস্টার বলা যেতে পারে।
আরও পড়ুন : ৭০ পেরিয়েও উপচে পড়তো গ্ল্যামার! শেষ জীবনে কেমন দেখতে হয়েছিল সুচিত্রা সেনকে?
আরও পড়ুন : ভুল ইংরেজি বলে হাসির খোরাক হলেন শ্রাবন্তী! চলল দেদার কটাক্ষ
অথচ দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোতেও কিন্তু নায়িকাদের সুপারস্টার হয়ে ওঠার সেই সুযোগ দেওয়া হয়। নয়নতারা পেয়েছেন সেই সুযোগ। সংখ্যাটা নেহাতই কম, তবুও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে লেডি সুপারস্টারের তালিকাটা একেবারে শুন্য নয়। বলিউডেও রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, করিনা কাপুররা। আসলে দিনে দিনে বাংলাদেশ নায়িকাদের শুধু এন্টারটেইনমেন্টের একটা পার্ট হিসেবে দেখানো হয়ে এসেছে। নায়কদের সামনে সিনেমাতে তাদের কন্ট্রিবিউশন নগণ্য ভাবেই দেখানো হয়েছে। তাই সুচিত্রা কিংবা সাবিত্রীর পর বাংলাতে লেডি সুপারস্টারের বড়ই অভাব এখন।