সময়টা সালমান খানের জন্য একেবারেই ভালো যাচ্ছে না। তার বিগত বেশ কয়েকটি সিনেমার মত সিকান্দারও বক্স অফিসে খেল দেখাতে ফেল। শুধু তাই নয় এবার সিনেমা হল থেকেও উঠে যাবে সালমান খানের এই সিনেমা। অন্যদিকে বলিউডের বক্স অফিসের বাজার এখন পুরোপুরি সানি দেওলের হাতে। গত ১০ই এপ্রিল মুক্তি পেয়েছে তার সিনেমা ‘জাট’। গদর ২ য়ের পর সানি দেওলের এই সিনেমাও দর্শক, সমালোচকদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। মাত্র ৪ দিনেই রেকর্ড আয় করে ফেলেছে এই সিনেমা।
কত আয় করল সানি দেওলের ‘জাট’?
মুক্তির প্রথম দিনেই জাট তুলে ফেলেছিল ৯.৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে অবশ্য ছবির আয় কিছুটা কমে ৭ কোটি টাকা দাঁড়িয়েছিল। তৃতীয় দিনে ছবিটির আয় হয়েছিল ৯.৭৫ কোটি টাকা। এরপর চতুর্থ দিনে অর্থাৎ রবিবার একলাফে ১৪ কোটি টাকা আয় হয়েছিল এই সিনেমার। যার ফলে এখনও পর্যন্ত এই সিনেমাটি ৪০.২৫ কোটি টাকা আয় করেছে।
কত আয় করলো সিকান্দার?
অন্যদিকে সালমান খানের সিনেমা সিকান্দারের অবস্থা শোচনীয়। প্রথম দিন থেকেই ধুঁকতে ধুঁকতে এগোচ্ছে এই সিনেমার আয়। সালমান খানের ঈদের রিলিজ ঘিরে প্রথম দিকে দর্শকদের মনে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু তারপর এই সিনেমার আয় দিনে দিনে কমেছে। ১০০ কোটির বাজেটে তৈরি সিকান্দারের আয় হয়েছে ১৫০ কোটি টাকারও কম।
আরও পড়ুন : স্ত্রী ২ এর পর এই হরর ইউনিভার্সে আর কোন কোন সিনেমা আসবে? কোনটির মুক্তি কবে?
আরও পড়ুন : দুর্বলরা ভুলেও দেখবেন না! রাতের ঘুম ওড়াবে এই ৮ হরর সিনেমা
কেন কেউ দেখছে না সিকান্দার?
দর্শকদের মতে সালমান খানের অভিনয় নিয়ে কিছু বলার না থাকলেও, গল্পের চিত্রনাট্য তাদের মোটেই মনে ধরেনি। এই গল্পে নতুনত্ব বলতে কিছুই নেই। সেই কারণেই মুক্তির পনেরো তম দিনে সিকান্দার বক্স অফিসে মাত্র ৫৪ লক্ষ টাকা আয় করেছে। আর এখনও পর্যন্ত ছবিটির মোট সংগ্রহ ১০৯.০৪ কোটি টাকা। আর সালমান খান কী বলছেন? তিনি অবশ্য দায় চাপিয়েছেন তার বন্ধু বা সহকর্মীদের প্রতি। তাকে বলতে শোনা গেল তিনি যেভাবে প্রত্যেকটা ছবির প্রচার করেন, তার বন্ধু বা সহকর্মীরা সেটা করেন না। সালমানের কথায়, “ওদের মনে হতে পারে, আমার হয়তো এসব দরকার পড়ে না। আসলে সবারই কাউকে না কাউকে পাশে দরকার হয়, আমারও হয়।”