দা কপিল শর্মা শো থেকে কমেডি নাইট উইথ কপিল, একটানা বেশ কয়েক বছর কপিল শর্মা টিমের সদস্য হিসেবে দর্শকদের হাসিয়েছেন সুমনা চক্রবর্তী। যতদিন এই শো টিভিতে ছিল ততদিন সুমনাকে এখানে কপিলের স্ত্রী ভুরি কিংবা মঞ্জুর চরিত্রে দেখেছেন দর্শকরা। এখন এই শো নেটফ্লিক্সে সম্প্রচারিত হয়। এখন আর সুমনাকে দেখা যায় না এই শো তে। সুমনাসহ অনেকেই কপিল শর্মা শো ছেড়েছেন একে একে। কপিলের বিরুদ্ধে কিংবা এই শো এর বিরুদ্ধে তেমন একটা মুখ খোলেননি কেউ। তবে সুমনা জানালেন তার শো ছেড়ে দেওয়ার কারণ।
কপিল শর্মা কি নারীবিদ্বেষী?
কপিল শর্মা শোয়ের বিভিন্ন অনুষ্ঠানে সুমনাকে নিয়ে অনেকবার মজা করা হয়েছে। দর্শকদের একাংশের মনে হয়েছে কপিল শর্মা নারী বিদ্বেষী। তাই তিনি এমন আচরণ করেন সুমনার সঙ্গে। এমনকি সুমনাকেও অনেকে এই নিয়ে প্রশ্ন করেছিলেন। অনেকেই তাকে প্রশ্ন করেছিলেন, ‘‘এত নারীবিদ্বেষী শোতে তুমি কিভাবে অভিনয় কর?” উত্তরে সুমনা হামেশাই বলেছেন, “এটা একটা শো। এটা একটা স্ক্রিপ্টেড শো।” সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুমনা বলেছেন, “যখনই কেউ আমাকে প্রশ্ন করেছে, তাদের বলেছি এটি কেবল অভিনয়। এটি কেবল একটি টিভি শো। এখানে কখনোই কপিল সুমনাকে অপমান করছে না।”
সুমনা এও বলেছেন এখানে বিট্টু এবং তার স্ত্রী মঞ্জুর মাধ্যমে যা কিছু দেখানো হয় আক্ষরিক অর্থে এগুলো আমাদের চারপাশে ঘটে। তারই প্রতিফলন দেখানো হয় এই শোতে। তার মানে এই নয় যে বাস্তবেও সুমনা কিংবা কপিল ওরকম। মানুষকে রিল এবং রিয়েলের মধ্যে পার্থক্য বুঝতে হবে।
আরও পড়ুন : এক এপিসোড করলেই কোটিপতি! কপিল শর্মা শোয়ের তারকাদের বেতন শুনলে চমকে যাবেন
আরও পড়ুন : মনোমালিন্য নাকি অন্য কিছু, কেন কপিল শর্মা শো ছেড়ে দিয়েছিলেন উপাসনা সিং?
কেন কপিল শর্মা শো ছেড়ে দিলেন সুমনা চক্রবর্তী?
এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন তিনি কপিল শর্মা শো ছেড়ে দেননি। বিভিন্ন নেটওয়ার্কে তিনি কপিল শর্মার সঙ্গে ১০ বছর অভিনয় করেছেন। সুমনা মজা করে বলেছেন, “বেশিরভাগ বিয়ে তো দশ বছর টেকে না। আর আমাদের তো রিল লাইফে বিয়ে হয়েছিল।” ২০২৩ সালে শেষ বার সোনিতে যখন কপিল শর্মা শো এর সম্প্রচার হয় তখনও সুমনাকে দেখা গিয়েছিল। এরপর থেকে নেটফ্লিক্সে এই শো সম্প্রচারিত হচ্ছে। নতুন সিজন শুরু হওয়ার আগে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি কপিল শর্মা টিমের থেকে। এই নিয়ে তাদের মধ্যে কোনও কথাও হয়নি।