‘রমা তোমার সাথে যদি আমার বিয়ে হত’, উত্তম কুমারের প্রস্তাবে এই জবাব দেন সুচিত্রা সেন

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bengali Film Industry) নায়ক-নায়িকাদের রোমান্টিক জুটি দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় জমান বাঙালি দর্শকরা। বহুকাল ধরেই এই ট্রেন্ড বজায় ছিল। যদিও প্রসেনজিৎ ও ঋতুপর্ণার এখন বাংলা সিনেমায় নতুন জুটি বলতে সেভাবে কোনও নাম নেই বললেই চলে‌।

চিরকাল বাংলা সিনেমায় এমন অবস্থা ছিল না। কারণ এই ইন্ডাস্ট্রিতেই আজও হিট মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) ও মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) জুটি। যদিও পর্দায় অন্য অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গেও অনেক বার দেখা গিয়েছিল তাঁদের।

UTTAM KUMAR SUCHITRA SEN

কিন্তু তাঁদের জুটিই সেরা ছিল। একসাথে জুটি বেঁধে তাঁরা বাঙালিকে উপহার দিয়েছেন ৩০টিরও বেশি ছবি‌। যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘সপ্তপদী’ ছবিটি। দীর্ঘ ২২ বছর একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তাঁরা। সেই প্রতিটি ছবি আজও দর্শকদের মনে জায়গা করে রেখেছে।

তবে মহানায়ক ও মহানায়িকার প্রেম শুধু সিনেমার পর্দায় আটকে ছিল না। ছবির শ্যুটিং করতে গিয়েই তাদের প্রেম ধীরে ধীরে বেড়েছিল। আদর করে মহানায়িকা সুচিত্রা সেন উত্তম কুমারকে ‘উতু’ বলে‌ ডাকতেন। অন্যদিকে উত্তম কুমার তাঁকে ‘রমা’ বলে ডাকতেন।

UTTAM KUMAR SUCHITRA SEN

তবে শুধু প্রেম নয়, মান অভিমান করতেন‌ একে অপরের উপর। এই জন্য একবার ছবির শ্যুটিং পিছিয়েও গিয়েছিল। তবে একবার সুচিত্রা সেনেকে বিয়ে করার কথা বলেও ছিলেন। যদিও নিজের ইচ্ছার কথা জানিয়ে কোনও লাভ হয়নি।

UTTAM KUMAR SUCHITRA SEN

শোনা গিয়েছিল একদিন সন্ধ্যায় সুচিত্রা সেনের বাড়িতে গিয়ে উত্তম কুমার বলেছেন, “রমা, তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো!” উত্তরে সুচিত্রা জানিয়েছিলেন, “একদিনও সেই বিয়ে টিকত না। তোমার আর আমার ব্যক্তিত্ব অত্যন্ত স্বতন্ত্র। সেখানে সংঘাত হতোই। তার ওপর, তুমি চাইবে তোমার সাফল্য, আমি চাইব আমার। এ রকম দুজন বিয়ে করলে সে বিয়ে খুব বাজেভাবে ভেঙে যেত।”