বাংলা সিরিয়ালের দাপুটে অভিনেত্রী তিনি। একাধিক সুপারহিট সিনেমাতে তিনি কাজ করেছেন। বাস্তব জীবনে খুবই প্রাণখোলা স্বভাবের মানুষ সুভদ্রা মুখার্জী। কিন্তু সেই মানুষটাই যেন হঠাৎ বদলে গিয়েছেন। বিগত প্রায় ১০ মাস ধরে তাকে আর ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না। একটা সময় নিয়মিত অভিনয় করতেন তিনি। অভিনয় ছিল তার প্রাণ। তাহলে কেন সেখান থেকে আজ দূরে সরে রয়েছেন সুভদ্রা? আর কি কোনদিনও তাকে দেখা যাবে না সিরিয়ালে?
কেন অভিনয় ছেড়ে দিলেন সুভদ্রা মুখার্জী?
২০২৪ সালে জি বাংলার আলোর কোলে সিরিয়ালের শেষবার দেখা দিয়েছিলেন সুভদ্রা। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। ঘুরতে চলেছে বছর। কিন্তু সুভদ্রার নতুন সিরিয়ালে ফেরার ইচ্ছাটাই যেন আর নেই। কারণ তার জীবনে ঘটে গিয়েছে একটা মহা বিপর্যয়। যে কারণে যেন তার জীবনটাই থমকে গিয়েছে। গত বছর তিনি তার স্বামীকে হারিয়েছেন। স্বামীকে হারিয়ে অভিনেত্রী এখন দিশেহারা।
কেন আর পর্দায় দেখা যায় না সুভদ্রা মুখার্জীকে?
গত বছরের পুজোর সময় সুভদ্রা স্বামীর মৃত্যু হয়। এরপর সুভদ্রা আর অভিনয় দুনিয়াতে ফেরেননি। এখন তিনি তার মেয়েকে সামলাচ্ছেন। মায়ের দেখাশোনা করছেন। মোটকথা সুভদ্রা এখন তার সংসার সামলাচ্ছেন। মেয়ের পড়াশোনা, মেয়েকে সামলানো, মায়ের দেখাশোনা সবই তাকে একা হাতে করতে হয়। তাই তিনি আপাতত নিজেকে পর্দা থেকে দূরে সরিয়ে নিয়েছেন। আপাতত কিছুদিনের ব্রেক নিয়েছেন।
আরও পড়ুন : ছোট থেকেই সিনেমা-সিরিয়ালে অভিনয়! কোথায় হারিয়ে গেলেন কাজল-অজয়ের মেয়ে?
আরও পড়ুন : টুথব্রাশ বিক্রি করতেন! আজ শাহরুখ-সালমান-আমিরকে টপকে বলিউডের সবথেকে ধনী ব্যক্তি ইনি
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী বলেছেন, “ও ছিল আমার বন্ধু। আসলে আমার কাজের জগতের সঙ্গে এমনভাবে জড়িয়েছিল, আজকাল সাজগোজ বা কাজ কোনটাই আর করতে ইচ্ছে করে না সেভাবে। সেদিন রাতেও আমরা একসঙ্গে বসে খেলাম, গল্প করলাম। তারপর যে ঘুমের মধ্যে ও এভাবে চলে যাবে ভাবতেও পারিনি। আজও মেনে নিতে পারি না।” স্বামীর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি সুভদ্রা। তাই তিনি এখনো জানেন না তিনি আবার কবে পর্দায় ফিরবেন।