৫২ বছরেও অবিবাহিত! কেন বিয়ে করেননি সারেগামাপার বিচারক ইন্দ্রদীপ দাসগুপ্ত?

ইন্দ্রদীপ দাশগুপ্ত, জি বাংলার সারেগামাপার অন্যতম জনপ্রিয় বিচারক, যিনি সবার প্রিয় আইডি। সারেগামাপায় বারবার তাকে প্রতিযোগীদের বকে-ধমকে ভুলগুলো ধরিয়ে দিতে দেখা গিয়েছে। তিনি একজন দুর্দান্ত গায়ক। তার কেরিয়ার অত্যন্ত সফল। কিন্তু কেন বিয়ে করলেন না ইন্দ্রদীপ? ৫২ বছর পেরিয়েও তিনি অবিবাহিত। বিয়ে না করে কেন একাকী জীবন অতিবাহিত করছেন তিনি?

সারেগামাপার মঞ্চে জানা গিয়েছিল ইন্দ্রদীপ তার ৪৮ কেজি ওজন ঝরিয়েছেন। ইমন দাশগুপ্ত মজা করে বলেছিলেন, “ইন্দ্রজিৎদা তো গানের বাইরে আর কারও প্রেমে পড়লেন না। এখন মনে হচ্ছে নিজের প্রেমেই পড়েছেন।” কেন বিয়ে করেননি এই প্রশ্নের উত্তর নিজের মুখেই দিয়েছেন ইন্দ্রদীপ। তিনি বলেন, “কেউ তো বিয়ে করল না!” তবে একবার সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছিলেন একা থাকতেই তার ভালো লাগে। বিয়ে নয় তার পছন্দ বন্ধুত্ব।

 Indradip Dasgupta

আনন্দবাজারকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইন্দ্রদীপ বলেছিলেন, “একা থাকাই ভালো। নিজের টার্মে চলি। বিয়ের আর দরকার নেই। বন্ধুত্ব ভালো লাগে।” ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ইন্দ্রদীপ নাকি ভীষণ ঠোঁটকাটা, একই সঙ্গে বদমেজাজি এবং এগ্রেসিভ। অহংকারীও বলেন কেউ কেউ। এর উত্তরে ইন্দ্রদীপের জবাব ছিল, “লোকে যদি আমাকে নিয়ে কথা বলে তাহলে তো আমি গুরুত্ব পূর্ণ। তাহলে এসব বললেও আমি খুশি। লোকে বলুক অহংকার, আমার সমস্যা নেই। কারণ আমি জানি আমার কোনও অহংকার নেই।”

আরও পড়ুন : সারেগামাপা ২০২৪ এর বিজয়ী কারা? কে কোন পুরস্কার পেল?

 Indradip Dasgupta

আরও পড়ুন : যোগ্যরা পেল না সঠিক বিচার! সারেগামাপার উপর চরম অসন্তুষ্ট দর্শকরা

তিনি আরও বলেছিলেন, ‘‘আমি একটু কম কথা বলি, একটু রিজার্ভ থাকি, আর (মস্করা করে) দেখতে তো খুব সুন্দর… এই গাম্ভীর্যটা লোক ভুল ভাবে অহংকার বলে। একটু চুপচাপ থাকি। হু হা করে কথা বলতে যাই না। আমার একটা অদ্ভুত প্যাটার্ন, কেউ যদি এসে না আমার সঙ্গে কথা বলে, যদি না আমার সঙ্গে তার ওরকম ঘনিষ্ঠতা থাকে, আমি তার সঙ্গে এগিয়ে গিয়ে কথা বলব না। আমি আসলে তাঁকে বিরক্ত করব না।’’ আর ইমনের কথায় ইন্দ্রদীপ মুখোশহীন, ভণিতাহীন একজন মানুষ। তিনি ভীষণ রাগী। অনেকে ওই কারণেই তাকে ভুল বোঝেন।