কেন আর বাংলা সিনেমা করেন না শর্মিলা ঠাকুর?

একটা সময় টলিউড থেকে বলিউড রাজত্ব করেছিলেন। বাংলার মেয়ে মুম্বাই কাঁপিয়েছিলেন। কিন্তু বিগত ১৪ বছর ধরে বাংলার সঙ্গে আর কোনও যোগাযোগই নেই তার। বাংলার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তিনি শুধুই মুম্বাই নিয়ে রইলেন। তিনি শর্মিলা ঠাকুর। ১৪ বছর আগে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ বাংলা সিনেমা অন্তহীন। কিন্তু কেন এত বছর টলিউড থেকে দূরে রইলে শর্মিলা?

কেন বাংলা সিনেমা করেন না শর্মিলা ঠাকুর?

২০০৯ সালে শর্মিলার অভিনীত বাংলা সিনেমা অন্তহীন মুক্তি পেয়েছিল। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। ২০২৫ সালে মুক্তি পেল শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমা পুরাতন। সদ্যই মুক্তি পেয়েছে সেই সিনেমাটি। মা এবং মেয়ের সম্পর্কের উপর আবর্তিত হয়েছে পুরাতনের গল্প। এত বছর পর আবার বাংলাতে কাজ করতে পেরে খুবই খুশি শর্মিলা। সেই সঙ্গে তিনি জানালেন কেন টলিউডের সঙ্গে এতদিন দূরত্ব তৈরি করে রেখেছিলেন তিনি।

Sharmila Tagore

Why Sharmila Tagore Left Bengali Films

অভিনেত্রীর কথায়, কলকাতার সঙ্গে তার কোনও দূরত্ব তৈরি হয়নি। যখনই তার কলকাতার কথা মনে পড়ে তখনই তিনি চলে আসেন। এই কলকাতা শহরে একটা নিজস্ব ছন্দ আছে। যেটা তিনি আর কোথাও কোনও শহরে গেলে পান না। তাহলে কেন এত বছর টলিউড থেকে দূরে রইলেন শর্মিলা? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী জানিয়েছেন আসলে বয়সজনিত কারণে তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

আরও পড়ুন : শর্মিলা ঠাকুর নয়, সইফের মায়ের আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

Sharmila Tagore

আরও পড়ুন : বিয়ের আগে শর্মিলাকে এই অদ্ভুত শর্ত দিয়েছিলেন মনসুর! আজও মেনে চলছেন অভিনেত্রী

Will Puraton Be Sharmila Tagore’s Last Bengali Movie?

সেই সঙ্গে তিনি জানিয়েছেন এর পরে হয়তো আর বাংলা সিনেমাতে অভিনয় করবেন না তিনি। পুরাতন হবে তার অভিনীত শেষ বাংলা সিনেমা। আসলে বয়স বেড়ে যাওয়ার কারণে তিনি এখন আর আগের মত মুম্বাই থেকে কলকাতা দৌড়ঝাঁপ করে কাজ করতে পারেন না। তাই হয়তো এই ২০২৫ এরপর শর্মিলাকে আর কখনো কোনদিনও কোনও বাংলা সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে না। তবে কলকাতাকে তার মন থেকে মুছে ফেলতে পারবে না কেউ। তিনি আজও মনে করেন বাংলা, বাঙালিয়ানা ও বাংলা ছবি বাদে তিনি অসম্পূর্ণ।