অল্লু অর্জুন নন, পুষ্পার (Pushpa) জন্য প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কিন্তু এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন বলিউড বাদশা। কেন জানেন? সম্প্রতি একটি অনুষ্ঠানে এই গোপন সিক্রেট ফাঁস করেন শাহরুখ খান। একইসঙ্গে জানালেন কেন তিনি পুষ্পা সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
পুষ্পা সিনেমাটি কার্যত অল্লু অর্জুনের ভাগ্য বদলে দিয়েছে। পুষ্পা পার্ট ২ মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে হাজার কোটির ক্লাবের নাম লিখিয়ে সব থেকে কম সময়ের মধ্যে হাজার কোটি টাকা তুলে ফেলার রেকর্ড করেছে। এমন রেকর্ড কার্যত কোনও বলিউড সিনেমার নেই। অথচ এহেন সোনার সুযোগ পেয়েও হেলায় হারালেন শাহরুখ খান।
সম্প্রতি একটি ফিল্ম অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করার সময় ভিকি কৌশল শাহরুখকে প্রশ্ন করেন পুষ্পা সিনেমার প্রস্তাব নাকি তার কাছেই প্রথম এসেছিল? তিনি তা ফিরিয়ে দিয়েছেন। এ কথায় শাহরুখ উত্তর দেন, “ওরে, এসব কথা আর বলিস না। মনে ব্যথা লাগে। আমি সত্যি সত্যি পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু অল্লু অর্জুনের মত ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।”
আরও পড়ুন : কেন বাংলা ভাষায় মুক্তি পেল না পুষ্পা ২? অবশেষে প্রকাশ্যে এলো কারণ
আরও পড়ুন : পুষ্পা থেকে বাহুবলী কোন বলিউড তারকা কোন দক্ষিণী সিনেমার ডাবিং করেছেন?
শাহরুখ খানের এই উত্তরে হেসে গড়ালেন উপস্থিত দর্শকরা। তবে শাহরুখ পুষ্পা সিনেমার প্রস্তাব ছেড়েছেন এ কথা শুনে বেশ আশাহত তার ভক্তরা। আপনার কি মনে হয় অল্লুর জায়গায় শাহরুখ থাকলে কেমন হত?