যোগ্যতা থাকলেও সুযোগ নেই, কেন সিনেমায় চান্স পাচ্ছেন না রুবেল দাস?

ভানুমতির খেল, বাঘ বন্দী খেলা থেকে শুরু করে যমুনা ঢাকি, নিম ফুলের মধু এবং বর্তমানে তুই আমার হিরো, একটার পর একটা বাংলা সিরিয়ালে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন রুবেল দাস। তার ঝুলিতে ফ্লপ বলতে কিছু নেই। রুবেলের প্রত্যেকটা সিরিয়াল টিআরপিতে বেশ ভালো ফলাফল করে। তা সত্ত্বেও এখনো রুবেলের হাতে এলো না কোনও বড় সুযোগ। টলিউড থেকে কোনও ডাক পাচ্ছেন না তিনি। কেন সিনেমাতে চান্স পাচ্ছেন না রুবেল?

কেন সিনেমায় চান্স পাচ্ছেন না রুবেল দাস?

এখন সিরিয়াল ইন্ডাস্ট্রি থেকেও বহু অভিনেতা এবং অভিনেত্রী উঠে আসছেন বড় পর্দায়। টলিউড থেকে বলিউড জুড়ে কাজ করে চলেছেন তারা। এমনকি রুবেল দাসের স্ত্রী শ্বেতা ভট্টাচার্যেরও দেবের প্রজাপতি সিনেমার হাত ধরে টলিউডে অভিষেক হয়েছে। কিন্তু রুবেল এখনও পর্যন্ত তেমন কোনও বড় সুযোগ পাননি। এই প্রসঙ্গে একবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অভিনেতা।

Rubel Das

শ্বেতা যখন বড় পর্দায় কাজ করার প্রথম সুযোগ পান তখন রুবেল বলেছিলেন তিনি শ্বেতার এই সাফল্যে খুবই খুশি। শ্বেতা এর আগেও টলিউডের কাজ করার সুযোগ পেয়েছিলেন। সেবার রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার সুযোগ এসেছিল তার হাতে। কিন্তু সাহসী দৃশ্যে ছোট পোশাকে অভিনয় করতে হয় বলে তিনি সেই প্রস্তাব খারিজ করে দেন। অন্যদিকেই রুবেলকেও বড় পর্দায় দেখতে চান তার ভক্তরা। এর কারণ জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন : স্টার জলসায় ফিরছেন শোলাঙ্কি রায়! দেখা যাবে এই ধারাবাহিকে

Rubel Das

আরও পড়ুন : বিয়ে করছেন ঋতাভরী চক্রবর্তী‌? বর কে? কী করেন?

কেন টলিউডে চান্স পাচ্ছেন না রুবেল দাস?

রুবেল বলেছেন, “সিনেমার জগতে নতুন মুখ নিয়ে খুব একটা কাজ করা হয় না। ছোটপর্দার অভিনেতাদের বড়পর্দায় সুযোগ পেতে হলে অনেক কষ্ট করতে হয়। যদিও সবার ক্ষেত্রে তেমনটা নয়। আমার কাছে তেমন সুযোগ এখনও আসেনি। তাই ছোটপর্দায় আপাতত মন দিয়ে কাজটা করতে চাই।” নিম ফুলের মধুর পর রুবেল এখন জি বাংলাতেই তুই আমার হিরো সিরিয়ালে অভিনয় করছেন মোহনা মাইতির সঙ্গে। তার অন্যান্য সিরিয়ালের মত এই নতুন সিরিয়ালটিও দর্শকরা বেশ পছন্দ করছেন।