ভারতীয় সিনেমা (Indian Cinema) জগতে রেখা (Rekha) এমন এক নাম যা কখনও দর্শকদের মন থেকে মোছা সম্ভব নয়। ৭০-এর দশকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। আজও তিনি এভারগ্ৰিন। ৭০-এর দশকে কেরিয়ার শুরু হলেও ৮০ এবং ৯০-এর দশকে চুটিয়ে কাজ করেছেন তিনি। বহু সুপারহিট ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে তাকেই। তার সৌন্দর্য দেখলে অবাক হন নতুন প্রজন্মের নায়িকারাও।
৬৭ বছর পা দিতে চলেছেন কিন্তু তার সৌন্দর্য কমার বদলে দিনে দিনে বেড়েছে তার সৌন্দর্য। পরনে জমকালো কাঞ্জিভরম, পিঠ পর্যন্ত ঢেউ খেলানো চুল, কাপালে টিপ আর সিঁথিতে সিঁদুর জ্বল জ্বল করছে এভাবেই যৈ আজও বহু পুরুষকে প্রেমে ফেলতে পারেন রেখা। তবে তার ব্যক্তি জীবন বার বার চর্চায় এসেছে।
বলিউডে ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন আর তার প্রেমের গল্প নিয়ে এক সময় অনেক আলোচনা হয়েছে। অমিতাভের বিয়ের পরেও চলেছিল সেই প্রেম। কিন্তু এক সময় জয়া বচ্চন সব জেনে গিয়েছিলেন। সেই জন্য বাধ্য হয় সরে আসতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। বড় পর্দায়ও অমিতাভ আর রেখার জুটি ছিল সুপারহিট। কিন্তু তাদের প্রেম ভাঙার পর এক সঙ্গে দেখা যায়নি তাদের দুজনকে।
একবার একটি সাক্ষাৎকারেও নিজের ভালোবাসার কথা বলেছিলেন তিনি। নাম না করেই ভালোবাসার মানুষের কথা বলেছিলেন তিনি। যদিও অমিতাভ বচ্চনের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯০ সালে রেখা বিয়ে করেছিলেন শিল্পপতি মুকেশ আগারওয়ালকে। তবে সেই বিয়ে এক বছরের বেশি টেকেনি। বিয়ের এক বছরের মধ্যেই মুকেশ রেখার ওড়না গলায় পেঁচিয়ে মারা যান।
তার মৃত্যু নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। প্রশ্ন উঠেছে রেখাও এখনও সিঁথিতে সিঁদুর পরেন কার জন্য? বহু মানুষের ধারণা রেখা অমিতাভ বচ্চনের জন্য সিঁথিতে সিঁদুর পরেন রেখা। কিন্তু এমনটা নয়, এই সিঁদুর তিনি পরেন সঞ্জয় দত্তের জন্য। একবার নাকি গোপনে সঞ্জয় দত্তের সঙ্গে বিয়ে হয়েছিল রেখার।
রেখার জীবনী লেখক ইয়াসিন ওসমান ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’তে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। সেখানেই তিনি দাবি করেছিলেন রেখা সঞ্জয় দত্তের জন্য সিঁথিতে সিঁদুর পরেন। রেখা এই সিঁদুরের দাবিদার হিসেবে অমিতাভকে ধরেন না। যদিও প্রকাশ্যে তাকে যতবার এই কথা জানতে চাওয়া হয়েছে তিনি বলেছেন স্টাইলের জন্য তিনি এই সিঁদুর পরেন।