রাকেশ রোশনের সব ছবি কেন ‘K’ দিয়ে শুরু হয়? পেছনে রয়েছে অদ্ভুত কারণ

রাকেশ রোশনের সব ছবির নাম ‘K’ দিয়েই শুরু, এই অদ্ভুত ঘটনার পেছনের কারণ জানেন?

Why Rakesh Roshan Always Named His Movies Started With K : বলিউড (Bollywood) -র সেরা পরিচালকদের তালিকা তৈরি করলে যে নামগুলি সবার আগে আসবে তারমধ্যে একটি বল রাকেশ রোশন (Rakesh Roshan)। যেমন দক্ষ অভিনেতা তেমন দক্ষ পরিচালক তিনি। পাশাপাশি ছবি প্রযোজনাতেও পুরো নম্বর নিয়ে পাশ করেছেন তিনি। কিন্তু আশ্চর্যজনক ভাবে রাকেশ রোশনের অধিকাংশ ছবির নাম শুরু K দিয়ে শুরু।

দীর্ঘ কেরিয়ারে একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। তার একাধিক ছবিতে নায়ক হিসেবে নিয়েছেন নিজের ছেলে হৃতিককে। অনেকেই হয়ত এটা জানেনও যে, রাকেশ রোশনের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তবে রাকেশ রোশন নিজে এক সময় চুটিয়ে অভিনয় করলেও ছেলে হৃতিক রোশন বলিউডে পা রাখতেই নিজেকে অভিনয় থেকে সরিয়ে পরিচালনা এবং প্রযোজনার কাজে ব্যস্ত করে ফেলেন রাকেশ।

KAHO NA PYAAR HAI

এই রাকেশের উজ্জ্বল পরিচালনার কেরিয়ারে রয়েছে কহো না পেয়ার হ্যায়, করণ অর্জুন, কোই মিল গয়া, কোয়লা, খুদগরজ, খেল খেল মে, ক্রিশ সিরিজ এর মতো ছবি। কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছেন কি? রাকেশের প্রায় সব ছবির নামই শুরু হয় ‘K’ অক্ষর দিয়ে।  হাতে গোনা কয়েকটি ছবি বাদ দিলে রাকেশ রোশন পরিচালিত সব ছবির নামের প্রথম অক্ষরই ‘K’।  কিন্তু এর নেপথ্যে কারণ কী তা জানেন?

জানা যায়, ১৯৮২ সালে ‘কামচোর’ নামে একটি ছবি বানিয়েছিলেন রাকেশ রোশন। ছবি মুক্তি পেতে না পেতেই ব্লকব্লাস্টার হয়ে যায় ছবিটি। তবে এরপর ১৯৮৪ সালে ‘জাগ উঠা ইনসান’ নামে যে ছবিটি তিনি তৈরী করেছিলেন তা ফ্লপ হয়ে যায়। তার পরবর্তী ছবি ‘ভগবান দাদা’রও একই পরিণতি ঘটে।

KRISH

এক অনুরাগীর চিঠি পান রাকেশ রোশন। সেখানে ওই ব্যক্তি তাকে পরামর্শ দেন, নিজের ছবির নাম ‘K’ অক্ষর দিয়ে রাখতে। উদাহরণ হিসেবে কামচোর ছবির সাফল্যের কথাও উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু সেই সময় দাড়িয়ে রাকেশ বিশ্বাস করেননি চিঠির বক্তব্য।

RAKESH ROSHAN`S DIRECTED MOVIES

আরও পড়ুন : কেউ মাধ্যমিকে ফেল, কেউ যায়নি স্কুল! ধর্মেন্দ্রর পরিবারে সব থেকে বেশি শিক্ষিত কে জানেন?

কিন্তু চিঠি পাওয়ার পরেই অদ্ভূত ভাবে ভগবান দাদা ছবিটি ফ্লপ হয়ে যায়। কিন্তু তারপর ‘K’ দিয়ে শুরু নাম ‘খুদগরজ’ হিট হয়। তারপর থেকেই নাকি নিজের সমস্ত ছবির নাম ‘K’ দিয়ে রাখতে শুরু করেন রাকেশ রোশন। কেরিয়ারের কমবেশি প্রায় সব ছবির নামই ‘K’ দিয়ে রাখতে শুরু করেন রাকেশ রোশন।

আরও পড়ুন : শাশুড়ির সঙ্গে সম্পর্ক কেমন? ‌রাখঢাক না করেই সত্যিটা জানালেন কাজল