বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী এসেছেন বিনোদনের দুনিয়ায় যারা ছিলেন ধূমকেতুর মত। সৌন্দর্য এবং অভিনয়ের কারণে তারা খুব কম সময়ের মধ্যেই লাইমলাইটে চলে আসেন। কিন্তু তারপরই কোথায় যেন মিলিয়ে যান এই সুন্দরীরা। আশির দশকের অভিনেত্রী আশা সচদেব (Asha Sachdev) -ও ছিলেন এমনই একজন নায়িকা। তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেও একটি ভুলের কারণে পিছিয়ে পড়েন।
সত্তর এবং আশির দশকে বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ ভালই সুনাম ছিল আশার। তখনকার সময়ের প্রত্যেক পরিচালক এবং অভিনেতা তার সঙ্গে কাজ করতে চাইতেন। তাকে বেশ কিছু ছবিতে নায়িকার ভূমিকাতে দেখা গিয়েছিল। কিন্তু খুব দ্রুত সাফল্যের শিখরে ওঠার জন্য তিনি ভুল পথে পা বাড়ান। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বি-গ্রেড ছবিতে অভিনয় করাই ছিল তার সেই ভুল।
আশা তার ৪০ বছরের অভিনয় জীবনে ৯০ টিরও বেশি ছবিতে অভিনয় করেন। তার বেশিরভাগ ছবি সুপারহিট ছিল। তিনি সিনেমা ছাড়াও টিভি সিরিয়ালে কাজ করতেন। তার সৌন্দর্য দর্শকদের মন জয় করে নিত সহজেই। কিন্তু ‘বিন্দিয়া অউর বন্দুক’ ছবি ছিল তার কেরিয়ারের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের খেসারত হিসেবে তিনি ক্রমশ ব্যাকফুটে চলে যেতে থাকেন।
এই ছবিটি বি গ্রেডের ছবি হলেও কিন্তু প্রথম প্রথম এতে আশার জনপ্রিয়তা বেড়েছিল। তার অনেক প্রশংসা করেছিলেন সমালোচকরা। কিন্তু ওই একটি ছবির পর তাকে আর কোনও ছবিতে নায়িকা হিসেবে নিতে চাইছিলেন না পরিচালকরা। ইন্ডাস্ট্রিতে একপ্রকার তাকে কাজ দেওয়াই বন্ধ হয়ে যায়। এমনকি যে পরিচালক-প্রযোজকরা তাকে ছবিতে পাওয়ার জন্য মুখিয়ে থাকতেন তারাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেন।
বলিউডের প্রথম সারির ছবি নির্মাতারা আশার সঙ্গে যোগাযোগ একপ্রকার বন্ধই করে দেন। বাধ্য হয়ে তখন অভিনেত্রীকে কিছু কম বাজেটের ছবিতে অভিনয় করতে হয়। এমনকি নায়িকার বদলে তাকে পার্শ্ব চরিত্রে কাস্ট করা হতে থাকে। বলিউডের একসময়ের প্রথম সারির নায়িকা ভাগ্যের ফিরে বোন কিংবা বান্ধবীর চরিত্রে অভিনয় করতে শুরু করেন।
আরও পড়ুন : বিয়ের আগে একাধিক প্রেম! একজনের জন্য হাতের শিরাও কেটে ফেলেন করিনা কাপুর
আশা তার দীর্ঘ কেরিয়ারে ‘হিনা’, ‘দ্যা বার্নিং ট্রেন’ থেকে শুরু করে রেখার সঙ্গে ‘উয়ো ম্যায় নেহি’র মত ছবিতে অভিনয় করেন। তারপরেও কেরিয়ারের একটি ভুল সিদ্ধান্ত তাকে বলিউড থেকে একপ্রকার নিশ্চিহ্ন করে ফেলে। বলিউডের অনেক বড় বড় তারকার সঙ্গে বড় বাজেটের ছবিতে অভিনয় করলেও এখন আশা এক প্রকার হারিয়ে গিয়েছেন ইন্ডাস্ট্রি থেকে।
আরও পড়ুন : গডফাদার ছাড়াই সুযোগ পেয়েছিলেন বলিউডে, কোথায় হারিয়ে গেলেন ‘পল পল দিল কে পাস’ নায়িকা?