প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে কালো সুতো বাঁধেন কেন?

কেন প্রধানমন্ত্রীর হাতে বাঁধা থাকে রহস্যময় কালো সুতো?

Black Thread On Narendra Modi`s Hand : রাস্তা-ঘাটে খেয়াল করে দেখবেন অনেকেই হাতে কালো ধাগা পরে থাকেন। কারও কারও তো পায়েও থাকে কালো সুতো। কিন্তু কেন এমনটা করে থাকেন অনেকে? আসলে এর পিছনে কিছু জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা আছে। এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) -ও তার ডান হাতে কালো সুতো বাঁধেন। চলুন আজকে জেনে নিই এর তাৎপর্য, কী এর গুরুত্ব!

মোদী হাতে কালো সুতো বাঁধেন কেন?

এই কালো সুতো প্রায় সব ধর্মের মানুষই বাঁধেন। কালো সুতোকে আবার অনেকে সৌভাগ্যের প্রতীক চিহ্ন বলেও মনে করেন। আবার এমনটাও মনে করা যে বাঙালির যে কোনও শুভ অনুষ্ঠানে কালো রং বর্জনীয়। কালো ছাড়া সব রংই ব্যবহার করতে দেখা যায়। তা হলে কেন এই কালো রঙের সুতো এত শুভ?

Black Thread On Narendra Modi`s Hand

আসলে এমনটা বিশ্বাস করা হয় যে কালো সুতো পরলে যে কোনও ধরনের ক্ষতি হওয়ার, তা অর্থনৈতিক বলুন কী শারীরিক, আশঙ্কা কমে যায়। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি হওয়ার সম্ভাবনাও যায় বাড়ে। আবার কালো সুতো বাঁধলে আমাদের আশেপাশে থাকা যত রকম নেগেটিভ শক্তি রয়েছে, তাদের হাত থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে।

হাতে কালো সুতো বাঁধলে কী হয়?

এ ছাড়া কালো রং শনিদেবের সঙ্গে সম্পর্কিত বলে মানা হয়। শনিদেব যদি সন্তুষ্ট থাকেন, তা হলে জীবনে খারাপ ঘটনা ঘটার হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। কালো সুতো পরার কিছু নিয়ম জ্যোতিষশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। আপনি যদি তাদের অনুসরণ করেন এবং কালো সুতো পরেন, তাহলে আপনি এটি থেকে উপকার পেতে পারেন।

Black Thread On Narendra Modi`s Hand

হাতে কালো সুতো পরলে কি হয়?

এই কালো সুতো বাঁধার সময় অবশ্যই শুভ ক্ষণ দেখে বাঁধতে হবে। পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে নিয়ে এই সুতো পরা অতি আবশ্যক। কেউ এটি কব্জিতে বাঁধেন এবং কেউ এটি গলায় পরেন। অনেকে পায়ের আঙুলে বা বুড়ো আঙুলেও কালো সুতো পরেন। মঙ্গল ও শনিবারও কালো সুতো পরা শুভ বলে মনে করা হয়। তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

Black Thread On Narendra Modi`s Hand

আরও পড়ুন : শরীরের কোথায় কোথায় তিল থাকা ভাল? কোথায় তিল থাকলে কী ফল হয়?

তবে চোখের সমস্যার জন্য যদি এই কালো সুতো বাঁধেন তাহলে কিছু নিয়ম মানতে হবে। যেমন এই ক্ষেত্রে কালো সুতো প্রত্যেক সপ্তাহে পরিবর্তন করতে হয়। কিন্তু সুতো পরিবর্তন করার সময়ও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ভুলেও এই সুতো ডাস্টবিনে ফেললে হবে না। আপনি এটি একটি যেকোনো নদীতে ফেলে দেবেন। আর সেটা সম্ভব না হলে মন্দিরে বা কোনো পবিত্র জায়গায় রেখে দেবেন।

আরও পড়ুন : রাতারাতি হাতে আসবে প্রচুর টাকা, শ্রাবণ মাসে শুধু ২টো লবঙ্গ দিয়ে করুন এই ছোট্ট কাজ