নচিকেতা চটিচাটা কেন? কেন বাঙালি নচিকেতা চক্রবর্তীকে (Nachiketa Chakraborty) চটিচাটা বলে? কেন সাধারণের এত রাগ এই জনপ্রিয় গায়কের উপর? নচিকেতা চক্রবর্তী বাংলার অন্যতম জনপ্রিয় একজন গায়ক। অসংখ্য হিট গান রয়েছে তার। তা সত্ত্বেও শ্রোতাদের একাংশের মনে প্রবল রাগ রয়েছে নচিকেতার জন্য। বিগত কয়েক বছরে সেই ক্ষোভ অনেক বেড়েছে।
৯০ এর দশকের এই জনপ্রিয় গায়ক যখন তার যাত্রা শুরু করেছিলেন, তখন তার জীবনমুখী গানগুলো প্রতিটা মানুষের মন ছুঁয়ে যেত। শ্রোতারা শ্রদ্ধা এবং সম্মানে ভরিয়ে দিতেন তাকে। অথচ আজ যখন রাজ্য সরকার তাকে ‘মহানায়ক’ সম্মান দেয় তখন শ্রোতারাই তাকে বলেন চটিচাটা।
আসলে কয়েক বছর আগে পর্যন্ত সমাজ ও রাজনীতির তোয়াক্কা না করেই গান বাঁধতেন নচিকেতা। তার সেই গানগুলো সাধারণ মানুষের মনের কথা বলত। গানে গানে সমাজের কঠোর ও নগ্ন চিত্র তুলে ধরতেন নচিকেতা। তার গানগুলো ছিল যেন চাবুক।
আরও পড়ুন : টুকে টুকে গান বানিয়েছেন নচিকেতা! নচিকেতার বিরুদ্ধে বিস্ফোরক গায়ক সিধু
আরও পড়ুন : মঞ্চে দাঁড়িয়ে উদোম খিস্তি! প্রকাশ্য মঞ্চে মেজাজ হারিয়ে চরম বিতর্কে নচিকেতা চক্রবর্তী
এহেন নচিকেতার গান শুনে বড় হয়েছে যে জেনারেশন, তাদের প্রত্যাশা অনেক বেশিই ছিল নচিকেতার থেকে। তাকে বিপ্লবী শিল্পী বলে ভাবতেন শ্রোতারা। সেই প্রত্যাশা পূরণ না হওয়ার জ্বালা থেকেই কার্যত নচিকেতার প্রতি আজ এত রাগ বাঙালির। যেন প্রতিবাদের ভাষাই হারিয়ে ফেলেছেন নচিকেতা। তাই তাকে চটিচাটা বলে দেগে দিচ্ছেন নেট নাগরিকরা।