কেন কেউ দেখছে না মিত্তির বাড়ি? পেছনে লুকিয়ে রয়েছে কোন কারণ?

উচ্ছে বাবুকে এনেও হলো না লাভ! প্রথম সপ্তাহেই মুখ থুবড়ে পড়ল মিত্তির বাড়ি (Mittir Bari)! মিত্তির বাড়ির টিআরপির হাল দেখে রীতিমতো হতাশ আদৃত রায়ের ভক্তরা। কেন কেউ দেখছে না জি বাংলার (Zee Bangla) এই নতুন সিরিয়াল? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য।

মিঠাই সিরিয়ালের পর মিত্তির বাড়ির হাত ধরে আবার টেলিভিশনের পর্দায় ফিরেছেন সবার প্রিয় নায়ক উচ্ছে বাবু ওরফে আদৃত। মিঠাই যেভাবে হিট হয়েছিল, ভক্তরা ভেবেছিলেন একইভাবে শুরু থেকেই দর্শকদের মন জয় করে নেবে মিত্তির বাড়ি। কিন্তু পরপর দুটো সপ্তাহ কেটে গেল, মিত্তির বাড়ির টিআরপি সেরকম আশানুরূপ নয়। এটা দেখেই সোশ্যাল মিডিয়াতে নিজেদের মতামত জানাতে শুরু করেছেন নেট নাগরিকরা। কী বলছেন তারা? দর্শকদের মতে কেন পিছিয়ে পড়ছে মিত্তির বাড়ি?

Mittir Bari

এই সিরিয়ালের গল্প আর পাঁচটা সিরিয়ালের তুলনায় একটু আলাদা। ভাঙ্গা পরিবার জোড়া লাগানোর গল্প নিয়ে এসেছে মিত্তির বাড়ি। ছটফটে, প্রাণবন্ত, হাসিখুশি মেয়ে জোনাকি আর রুদ্র, এরাই মূলত ধারাবাহিকের প্রধান দুই চরিত্র। যাদের কাঁধে পরিবারকে জুড়ে রাখার দায়িত্ব। ধারাবাহিকের প্রোমো দেখে শুরু থেকেই দর্শকদের একাংশ দাবি করতে শুরু করেন এই গল্পের সঙ্গে নাকি স্টার জলসার দেশের মাটি সিরিয়ালের মিল আছে। তাই শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মিত্তির বাড়ি।

তবে শুভ বিবাহের কাছে স্লট হারানোর পেছনে এছাড়াও আরও বেশ কিছু কারণকে দায়ী করছেন দর্শকরা। ধারাবাহিকের নায়িকা পারিজাত চৌধুরী টেলিভিশন দুনিয়াতে একেবারেই নতুন। এর আগে ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এর থেকে তার ওয়েব দুনিয়াতে জনপ্রিয়তা তৈরি হলেও টেলিভিশনের দর্শকদের মধ্যে কেউই তাকে তেমনভাবে চেনেন না। কাজেই পরিচিতি পেতে তারও কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন : রাত জেগে সিরিয়াল দেখেন মমতা ব্যানার্জি! বর্তমানে এই বাংলা সিরিয়াল খুবই প্রিয় মুখ্যমন্ত্রীর

Mittir Bari

আরও পড়ুন : প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি লিস্ট, সবাইকে টপকে সেরার সেরা এই বাংলা সিরিয়াল

এছাড়াও মিঠাই এবং উচ্ছেবাবুর ভক্তরা আবার আদৃতের পাশে সৌমিতৃষাকে দেখার জন্য বায়না করছেন। এসব মিলিয়ে প্রথম সপ্তাহে ৫.৩ রেটিং পেয়েছে মিত্তির বাড়ি। বিপরীতে স্টার জলসার শুভ বিবাহ বেশ ভালো রেটিংয়ের ব্যবধান নিয়ে এগিয়েছে। এত ভালো গল্প, এত ভালো কাস্টিং, সকলের পছন্দের নায়ক আদৃত রায়কে আনার পরেও মিত্তির বাড়ির এমন ফলাফল আসা করেননি দর্শকরা। যদিও প্রথম সপ্তাহেই বিচার করা যায় না ধারাবাহিকের ভবিষ্যৎ। কে বলতে পারে আগামী দিনে এই সিরিয়ালই হয়তো হয়ে উঠবে বেঙ্গল টপার! এমন কথাও বলছেন দর্শকদের একাংশ। কাজেই কয়েক সপ্তাহ গল্প না এগোনো পর্যন্ত মিত্তির বাড়ির ভবিষ্যৎ বোঝা সম্ভব নয়। তবুও জি বাংলার এই নতুন সিরিয়ালটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা চলছেই।