বিনা নোটিশে ছাঁটাই! রাতারাতি মিত্তির বাড়ি থেকে বাদ পড়লেন প্রধান অভিনেত্রী

জি বাংলার মিত্তির বাড়ি সিরিয়ালটি শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। এই সিরিয়ালের প্রোমো দেখেই কার্যত সিরিয়ালটিকে নিয়ে বেশ হাইপ সৃষ্টি হয়েছিল দর্শকদের মধ্যে। এক ঝাঁক তারকার দেখা মিলেছিল সিরিয়ালে। কিন্তু তাদের মধ্যে থেকে এক অভিনেত্রীর দেখা পাওয়া যাচ্ছে না সিরিয়ালের গল্পে। অথচ মিত্তির বাড়ির প্রোমোতেও ছিলেন তিনি। কিন্তু সিরিয়ালের গল্পে কোথাও দেখা যাচ্ছে না অভিনেত্রী মানসী সিনহাকে। কেন হঠাৎ সিরিয়াল থেকে বাদ পড়লেন এই বর্ষীয়ান অভিনেত্রী?

মিত্তির বাড়ি থেকে বাদ পড়লেন অভিনেত্রী

প্রোমোতে থাকলেও সিরিয়ালের মূল গল্পে মানসীকে না দেখে অনেকেই প্রশ্ন তুলছিলেন। মানসী সিনহা বাংলা সিরিয়ালেরও একজন দাপুটে অভিনেত্রী। তার উপস্থিতিতে গল্পের মান আরও ভাল হত। জি বাংলাতে রাঙ্গা বউ সিরিয়ালে শেষবার দেখা মিলেছিল তার। এরপর মিত্তির বাড়িতে তাকে দেখে দর্শকরা বেশ খুশিই হয়েছিলেন। কিন্তু সিরিয়াল শুরু হওয়ার পর এতদিনেও মানসীর দেখা মিলল না। দর্শকরা ভেবেছিলেন হয়তো সিরিয়ালের গল্প আরেকটু এগোলে অভিনেত্রীকে পাওয়া যাবে। কিন্তু এখন শোনা যাচ্ছে মানসী আর কোনওদিনই মিত্তির বাড়িতে ফিরবেন না।

Manasi Sinha

কেন মিত্তির বাড়ি থেকে বাদ পড়লে মানসী সিনহা?

সম্প্রতি টলিউড পরিচালকদের একটি বৈঠকে মানসী হাজির হয়েছিলেন। সেখানে সংবাদ মাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় কেন তাকে সিরিয়ালে দেখা যাচ্ছে না। তিনি কি নিজেই এই সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন? এর উত্তরে মানসী বলেন তিনি নিজে এই সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দেননি। ধারাবাহিকের নির্মাতারা পরে আর তার সঙ্গে যোগাযোগই করেননি। মিত্তির বাড়ির নির্মাতারা অভিনেত্রীকে কোনও কলটাইম দেননি।

আরও পড়ুন : বড় সুখবর, নিম ফুলের মধুর পর প্রসেনজিতের হাত ধরে নতুন সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী

Manasi Sinha

আরও পড়ুন : নায়িকা বদলানোই কাল হল! ৫ মাসেই বন্ধের মুখে এই জনপ্রিয় মেগা সিরিয়াল

কী বলেছেন মানসী?

মিত্তির বাড়ির ধারাবাহিক থেকে হঠাৎ করেই এভাবে বাদ পড়ার কোনও কারণ অভিনেত্রীরও জানা নেই। আর তাছাড়া তিনি এখন এসব নিয়ে ভাবছেনও না। সদ্য ‘এটা আমাদের গল্প’ এবং ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’ ছবি দুটির মাধ্যমে পরিচালনায় হাতে খড়ি হয়েছে তার। আপাতত অভিনয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রিকে আরও অনেক কিছু দেওয়ার আছে তার। ভবিষ্যতে তাকে মিত্তির বাড়িতে দেখা যাবে কিনা সেটা বলা যাচ্ছে না এখনই।