গত ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজল নামেই পরিচিত তিনি। টলিউড এবং বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে তিনি। কলকাতার অভিজাত এক বংশের রক্ত বইছে তার শরীরে। এই বাড়িরই মেয়ে রক্ত বইছে বলিউডের আরেক অভিনেত্রী রানী মুখার্জির শরীরেও। তবে কাজল কেন তার নামের পাশে পদবী ব্যবহার করেন না? নামের পাশে পদবী ব্যবহার করতে কোথায় আপত্তি তার? কাজলের পদবীই বা কী?
কাজলের পদবী কী?
কাজলের পদবী মুখার্জী। তার বাবার সোম মুখার্জী এবং মা তনুজা মুখার্জী। তাই তার আসল নাম কাজল মুখার্জী। তার পরিবারের সঙ্গে সিনেমার যোগাযোগ বহু পুরনো। তা সত্ত্বেও অভিনয় জীবনের শুরুতেই নিজের নামের পাশ থেকে পদবী সরিয়ে দেন কাজল। এমনকি তিনি বিয়ে করেছেন অজয় দেবগনকে। বিয়ের পর মহিলারা সাধারণত স্বামীর নামের পদবী নিয়ে থাকেন। কিন্তু কাজল সেটাও নেননি।
কেন নামের পাশে পদবী ব্যবহার করেন না কাজল?
কাজল সিনেমা জগতে পা রাখার আগে পর্যন্ত নামের পাশে বাবার পদবী অর্থাৎ মুখার্জী ব্যবহার করতেন। কিন্তু সিনেমা দুনিয়াতে পা রাখার সময় তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মা তনুজা তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি পদবী ব্যবহার করতে চান কিনা। তখন কাজল নামের পাশ থেকে পদবী মুছে ফেলেন। এই প্রসঙ্গে তার বক্তব্য, ‘‘আসলে এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল। মা বলেছিলেন দুই তরফে আমার পারিবারিক পরিচিতি খুব জোরালো। সেটা ব্যবহার করতে চাই কি না! আমি অস্বীকার করি, নিজের পরিচয়ে বাঁচতে চেয়েছিলাম। অহেতুক নামের বোঝা নিতে চাইনি। চেয়েছিলাম শুধুমাত্র কাজল হিসেবে দর্শক চিনুন।’’
আরও পড়ুন : বোনে-বোনে বনিবনা নেই! কেন রানী মুখার্জিকে সহ্য করতে পারতেন না কাজল?
আরও পড়ুন : কাজলের কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন শাহরুখ খান! ৯০% মানুষ জানেন না বলিউডের এই সিক্রেট
কাজল যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে। বাবা কিংবা মায়ের পরিচয় নয়, তিনি তার নিজের পরিচয়ে পরিচিত হয়েছেন। পদবী বাদ দিয়ে এই শুধু কাজল নামে তিনি ৯০ এর দশকে বলিউডের সেরা অভিনেত্রী হয়ে উঠেছিলেন। তার বোন তানিশা মুখোপাধ্যায় অবশ্য দিদির মত নন। তিনিও অভিনয় দুনিয়াতে পা রাখেন কিন্তু কাজলের মতো সাফল্য পাননি।