ডিভোর্সের পরেও কেন স্বামীর পদবী ব্যবহার করেন জুন মালিয়া? তার আসল নাম কী?

ডিভোর্সের পরেও কেন প্রাক্তন স্বামীর পদবী ব্যবহার করেন জুন মালিয়া (June Malia)? তার আসল নামই বা কী? কেনই বা বিয়ের ৬ বছর পর ভেঙেছিল জুন মালিয়ার সংসার? অভিনেত্রী জুন মালিয়ার ব্যক্তিগত জীবন কোনও সিনেমার থেকে কম ছিল না

জুন মালিয়ার আসল নাম ছিল জুন দুবে। তার প্রাক্তন স্বামীর নাম সঞ্জীব মালিয়া। ছোটবেলা থেকেই চেনাজানা ছিল দুজনের। বড় বয়সে তাদের প্রেম হয়। কিছুদিনের মধ্যেই সঞ্জীব এবং জুনের বিয়ে হয়ে যায়। বিয়ের পরপরই মা হন জুন। ‌ কিন্তু সংসারের যাঁতাকলে পড়ে হাঁসফাঁস করছিলেন তিনি। শ্বশুরবাড়িতে স্বাধীনতা বলতে কিছুই ছিল না।

JUNE MALIA

ছোটবেলা থেকেই নাচতে ভালবাসতেন জুন। ক্ল্যাসিকাল ডান্স শিখতেন। কিন্তু শ্বশুরবাড়িতে সেসবকে গুরুত্ব দেওয়া হত না। দুই সন্তানকে নিয়ে ক্রমাগত সংসারের মধ্যেই জড়িয়ে পড়ছিলেন তিনি। নিজের জন্য আলাদা করে সময় বলতে কিছুই ছিল না। স্বামীর কাছে গাড়ি চালানো শেখার আবদার করলেও হেসে উড়িয়ে দিতেন সঞ্জীব। সংসারের বাইরে যেন তার কোন ও অস্তিত্বই ছিল না। জীবনটাকে এইভাবে শেষ করে দিতে চাননি জুন। তাই চরম সিদ্ধান্ত নিতেই হয়েছিল তাকে।

আরও পড়ুন : বয়সে ছোট নায়কের সঙ্গে লিভ ইন! এই টলিউড নায়িকার পরিণতি হয়েছিল খুবই মর্মান্তিক

JUNE MALIA

আরও পড়ুন : খোঁজ রাখে না ছেলে মেয়ে, বুড়ো বয়সে কষ্টে কাটছে দিন! বাসন্তী দেবীর অবস্থা শুনলে চোখে জল আসবে

৬ বছরের সংসার ভেঙে শেষে দুই সন্তানকে নিয়ে আলাদা হন জুন। শুরু হয় দুই সন্তানকে নিয়ে এক একা মায়ের লড়াই। বাংলা সিরিয়াল তৃষ্ণা দিয়ে শুরু হয় তার অভিনয় যাত্রা। এরপর আর ঘুরে তাকাতে হয়নি জুন মালিয়াকে। ২০১৯ সালে সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করে নতুন জীবনও শুরু করেন তিনি। তবে হ্যাঁ, প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙলেও তার পদবী আজও ধরে রেখেছেন জুন।