দিনে দিনে কমছে ডান্স বাংলা ডান্সের টিআরপি। গত সপ্তাহের টিআরপি তালিকাতে খুবই কম নম্বর পেয়েছে জি বাংলার এই নতুন রিয়েলিটি শো। ৩.৯ নম্বর পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে টিআরপিতে। কিন্তু এমনটা হওয়ার তো কথা ছিল না। ডান্স বাংলা ডান্সের অন্যান্য সিজনের টিআরপি বরাবর তুঙ্গে ছিল। কিন্তু এবারই দেখা যাচ্ছে দর্শকদের আগ্রহ কেমন যেন কমে এসেছে। এর কারণ কী? কেন দর্শকরা পছন্দ করছেন না ডান্স বাংলা ডান্স?
কেন কমছে ডান্স বাংলা ডান্সের টিআরপি?
প্রত্যেকবারের মতো এবারেও ডান্স বাংলা ডান্সের মঞ্চে থাকছে একাধিক চমক। শুধু প্রতিযোগীদের নাচ নয়, সঙ্গে বসেছে তারকাদের মেলা। রয়েছেন মিঠুন চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, শুভশ্রী গাঙ্গুলী, কৌশানী মুখোপাধ্যায়রা। আর রয়েছে প্রতিযোগীদের একটার পর একটা দুর্দান্ত পারফরমেন্স। অন্যান্যবার এই ইউএসপিতে ভর করেই টিআরপির পারদ চড়েছে। তাহলে এইবার হঠাৎ এমন কী হলো?
কেন কেউ দেখছেন না ডান্স বাংলা ডান্স?
আসলে ডান্স বাংলা ডান্সের টিআরপি কমে আসার পেছনে একটি নয় একাধিক কারণ রয়েছে। প্রথমত এখন আইপিএল চলছে। দর্শকদের একটা বড় অংশ এখন খেলাতেই মন দিয়েছেন। পুরো এপ্রিল মাস জুড়ে আইপিএল চলবে। স্বাভাবিকভাবেই এতে ননফিকশনের টিআরপিতে কিছু তো প্রভাব পড়বেই। তবে দর্শকরা এছাড়াও আরও বেশ কিছু কারণকে দায়ী করছেন টিআরপি কমার জন্য।
আরও পড়ুন : কানে না শুনেও অসাধারণ নাচে ডান্স বাংলা ডান্সের পূজা! কীভাবে শিখল নাচ?
আরও পড়ুন : কেন বাংলায় নিজের কোনও বাড়ি বানাননি মিঠুন চক্রবর্তী?
যেমন, প্রথমত সকলের মিস করছেন অঙ্কুশের সঞ্চালনা। যেটা এই শো হিট হওয়ার পেছনের অন্যতম ইউএসপি ছিল। অঙ্কুশকে বিচারকের আসনে বসানো হয়েছে। আর শো সঞ্চালনা করছে বাচ্চারা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও মিস করছেন দর্শকরা। কেউ কেউ বলছেন এই রিয়েলিটি শোয়ের কমেডির পার্টটা ভালো লাগে। তবে প্রতিযোগীদের পারফরম্যান্স আরও ভালো হওয়া দরকার। ডান্স বাংলা ডান্সের আগে সারেগামাপা চলছিল। তার টিআরপি ৫ এর বেশি থাকতো। কিন্তু ডান্স বাংলা ডান্সের টিআরপি এক ধাক্কায় এত কমে যাওয়াতে চ্যানেলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।