বিয়ের ৩৭ বছর পর ডিভোর্স! কেন ভাঙলো গোবিন্দা এবং সুনীতার সংসার

বিগত বেশ কিছুদিন ধরেই গোবিন্দা এবং সুনীতা আহুজার ডিভোর্স নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। যদিও কেউ কেউ তাতে বিশেষ আমল দিতে চাননি। কিন্তু হঠাৎই সব জল্পনার অবসান ঘটিয়ে এই দুঃসংবাদে সীলমোহর পরেই গেল। সত্যি সত্যিই বিয়ের ৩৭ বছর পর আলাদা হচ্ছেন গোবিন্দা এবং সুনীতা। ইতিমধ্যেই আলাদা থাকতে শুরু করেছেন তারা। এই বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

কেন ভাঙলো গোবিন্দা এবং সুনীতার বিয়ে?

শোনা যাচ্ছে গোবিন্দা নাকি হাঁটুর বয়সী এক মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। এই অভিনেত্রীর বয়স গোবিন্দার মেয়ে টিনার থেকেও কম। এছাড়াও নাকি গোবিন্দা এবং সুনীতার মধ্যে সমস্যার পেছনে অনেক কারণ রয়েছে বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠরা। যেমন গোবিন্দার দীর্ঘদিনের সহকারি শশী সিনহা বলেছেন, ‘‘বেশ কয়েক দিন ধরেই ওদের সম্পর্কে ওঠাপড়া চলছে। পরিবারের তরফে এমন কিছু মন্তব্য করা হয়েছে সংবাদমাধ্যমে যার ফলে সমস্যার সূত্রপাত। যদিও এর বেশি কিছু গোবিন্দা জানাতে চান না। খুব শীঘ্রই একটি সিনেমার কাজে হাত দেবেন। তার আগে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’’

GOVINDA AND SUNITA

তবে গোবিন্দার পরিবারের সদস্যরা কিন্তু এই বিষয়টিকে মিথ্যে বলে দাবি করছেন। গোবিন্দার ভাগ্নি আরতির দাবি তার মামা ও মামির সম্পর্ক খুবই মজবুত। এরকম কিছু হতেই পারে না। আবার গোবিন্দার ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকও একই কথা বলেছেন। তিনিও মামা এবং মামীর ডিভোর্সের কথা স্বীকার করতে চাননি।

আরও পড়ুন : বউকে ডিভোর্স দিতে গিয়ে ফতুর! ধনশ্রীকে কত টাকার খোরপোষ দিলেন যুজি চাহাল?

GOVINDA AND SUNITA

আরও পড়ুন : বউকে ডিভোর্স দিতে গিয়ে ভিখারির হাল! কত টাকা খোরপোষ দিলেন হার্দিক পান্ডিয়া?

যদিও বলিউডে গুঞ্জন, সুনীতা কিন্তু বহুদিন ধরেই আলাদা থাকছেন। তিনি তার দুই সন্তানকে নিয়ে একটি ফ্ল্যাটে থাকেন এখন। অন্যদিকে গোবিন্দা একাই থাকেন তার বাংলোতে। কিছুদিন আগে পর্যন্ত সুনীতা কিন্তু তার কথায় এই সম্পর্কে আভাস দিচ্ছিলেন। জানিয়েছিলেন বেশ কয়েক বছর ধরে তিনি তার নিজের জন্মদিন একাই কাটাচ্ছেন। নিজেই কেক কেটে মদ নিয়ে বসেন। আর স্বামীকে নিয়ে তার নিরাপত্তাহীনতার কথাও তিনি নিজের মুখেই স্বীকার করেন।