বিধবা হয়েও কেন সিঁথিতে সিঁদুর পরেন রেখা? আসল কারণটা জানলে চমকে উঠবেন

৭০ এর দশকের একজন সুপারহিট অভিনেত্রী ছিলেন রেখা (Rekha)। তবে ৮০ এবং ৯০ এর দশকের শুরুতেও বলিউডে (Bollywood) চুটিয়ে কাজ করেছেন তিনি। আসলে রেখা হলেন এভারগ্রীন সুন্দরী যার সৌন্দর্য দেখলে তার থেকে কম বয়সী নায়িকাদেরও হিংসে হয়। বর্তমানে তার বয়স ৬৭ বছর প্রায়। এই বয়সেও সমান সুন্দরী রেখা। বরং দিনে দিনে যেন বাড়ছে তার রূপের গ্ল্যামার।

ব্যক্তিগত জীবন নিয়ে বারবার মিডিয়ার চর্চার বিষয়বস্তু হয়েছেন রেখা। অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের বিষয়টা কারও অজানা নেই। জয়া ভাদুড়ীর কারণেই যে তাদের প্রেম ভেঙেছিল সে কথাও সকলেই জানেন। একসময় বলিউডে অমিতাভ এবং রেখার জুটি ছিল সুপারহিট। কিন্তু প্রেম ভেঙে যাওয়ার পর আর কখনও পর্দায় একসঙ্গে ধরা দেননি তারা।

REKHA AND MUKESH

অমিতাভের সঙ্গে বিচ্ছেদের পর রেখা অবশ্য বিয়ে করেছিলেন। দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগারওয়ালকে তিনি বিয়ে করেছিলেন ১৯৯০ সালে। কিন্তু তাদের বিয়েটা এক বছরও টেঁকেনি। মুকেশ বিয়ের এক বছরের মাথায় রেখার ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মুকেশের মৃত্যু নিয়ে এরপর অনেক জলঘোলা হয়।

কিন্তু মুকেশের মৃত্যুর পরেও রেখা সিঁদুর পরতে ছাড়েননি। খাতায় কলমে তিনি হলেন একজন বিধবা। তবে তিনি কেন আজও সিঁদুর পরেন সে কথা এক রহস্য বটে। কেউ কেউ মনে করেন রেখা অমিতাভ বচ্চনের জন্য সিঁদুর পরেন। অমিতাভের সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়ে ঋষি কাপুর এবং নিতু সিংয়ের বিয়ের দিন নাকি সিঁথিতে সিঁদুর নিয়ে বিবাহ আসরে উপস্থিত হয়েছিলেন রেখা।

AMITABH AND REKHA

সেই সময় রেখার সিঁথিতে সিঁদুর দেখে প্রশ্ন উঠেছিল। রেখা তখন সাফাই দিয়ে বলেন তিনি শুটিং সেট থেকে সরাসরি চলে এসেছেন তাই সিঁদুর তোলার সময় পাননি। রেখার জীবনী লেখক ইয়াসিন ওসমান ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’তে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে অবশ্য তিনি দাবি করেছেন সঞ্জয় দত্তের জন্য নাকি সিঁথিতে সিঁদুর পরে থাকেন রেখা।

REKHA AND SANJAY DUTT

রেখার সিঁথির সিঁদুরের দাবিদার বলে অনেকেই অমিতাভ বচ্চনকে ধরে নেন। কিন্তু সেটা নাকি আদতে ভুল। অমিতাভের পর সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। বলিউডের এই কন্ট্রোভার্সি কুইন নাকি গোপনে সঞ্জয় দত্তকে বিয়েও করেছিলেন। তাই তিনি সিঁদুর পরে থাকেন।