কেন অভিনয় ছেড়ে দিলেন ভালোবাসা ডট কমের তোরা ওরফে মধুবনী গোস্বামী? ২০১০ সালে স্টার জলসার এই ধারাবাহিক ব্যাপক হিট হয়েছিল। আজও এই ধারাবাহিকের নায়ক এবং নায়িকা ওম এবং তোরাকে দর্শকরা ভুলতে পারেননি। পর্দার ওম এবং তোরা আজ বাস্তবে স্বামী-স্ত্রী। সহ অভিনেতা রাজা গোস্বামীকেই বিয়ে করেছেন মধুবনী। কিন্তু বিগত প্রায় ৪ বছর ধরে মধুবনীকে আর অভিনয় দুনিয়াতে দেখা যাচ্ছে না। কেন অভিনয় ছেড়ে দিলেন তিনি?
মধুবনী গোস্বামীর সিরিয়াল
২০১০ সালে ভালোবাসা ডট কমের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মধুবনী গোস্বামীকে। একের পর এক সিরিয়ালে সুযোগ পেয়েছেন তিনি। ২০১৯ সালের ফাগুন বউ, নেতাজি সিরিয়ালেও তাকে দেখা গিয়েছে। মাঝে করোনা পরিস্থিতির জন্য ২ বছর এমনিতেই গৃহবন্দী ছিলেন মানুষ। তারপর ২০২৩ সালেও সান বাংলার শ্যামা সিরিয়ালে শ্যামা মায়ের ভূমিকাতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু বিগত চার বছরে কেবল একটি মাত্র সিরিয়ালেই কেন অভিনয় করলেন টিভি সিরিয়ালের এই টপ নায়িকা? যেখানে তার হাতে গত চার বছরে প্রচুর কাজের সুযোগ এসেছিল। কিন্তু একটি কারণেই প্রত্যেকটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মধুবনী।
মধুবনী গোস্বামীর স্বামী এবং সন্তান
মধুবনী গোস্বামী স্বামী রাজা গোস্বামী বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় মুখ। ভালোবাসা ডট কম ছাড়াও তাকে ছদ্দবেশী, খড়কুটো, বিয়ের ফুল সিরিয়ালে দেখা গিয়েছে। রাজা এবং মধুবনীর একমাত্র সন্তানের নাম কেশব। ২০২১ সালে তার জন্ম হয়েছে। এখন কেশবের বয়স ৪ বছর। কেশবের জন্যই মধুবনী অভিনয়ের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। কারণ তার একমাত্র লক্ষ্যই ছেলেকে মানুষ করা।
কেন অভিনয় ছেড়ে দিলে মধুবনী গোস্বামী?
কেরিয়ারের টপে থাকতেই বিয়ে করে নেন মধুবনী। বিয়ের পর এমনিতেও তিনি কাজ কমিয়ে দিয়েছিলেন। তারপর যখন কেশবের জন্ম হল তারপর থেকে তিনি পুরোপুরি সংসার এবং সন্তানেই মন দিয়েছেন। তার কথায়, “আমার ছেলে যে সকলের সামনে এত সুন্দর করে কথা বলে তা কিন্তু হুট করে হয়ে যায়নি। আমি বছরের পর বছর, মাসের পর মাস ওর সঙ্গে থেকে, ওর সঙ্গে কথা বলে বলে এই বিষয়টা এসেছে। এর জন্যই ও এত সাবলীল ভাবে কথা বলে। একটা বাচ্চা কী রকম হবে তার সিংহ ভাগ নির্ভর করে তাঁর বাবা-মায়ের উপর। জানবেন তাঁর বাবা-মা অতোটা ভালো বলেই সে অত ভালো হয়েছে।”
আরও পড়ুন : শিশুশিল্পী থেকে সোজা নায়িকা! জি বাংলাতে আসছে নতুন সিরিয়াল
View this post on Instagram
আরও পড়ুন : নতুন সিরিয়ালের ফিরছেন পল্লবী শর্মা! বিপরীতে থাকবেন এই জনপ্রিয় নায়ক
মধুবনী তার ছেলেকে আয়ার ভরসায় বাড়িতে রেখে ১০-১২ ঘন্টা অন্য কোথাও কাজ করতে পারবেন না। অনেক ব্যাঙ্ক ব্যালেন্স, টাকা থাকলেও তিনি নিজের সন্তানের দায়িত্ব টাকার বিনিময়ে অন্যের উপর দিতে পারবেন না। তবে তাই বলে এই নয় তিনি বিগত চার বছর ধরে বাড়িতে বসে রয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ থাকেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি নিয়মিত ভিডিও দেন। আর সেই সঙ্গে কলকাতার বুকে তিনি একটি পার্লার খুলেছেন। সেই পার্লারের কাজ তিনি তার বাড়িতে বসেও পরিচালনা করতে পারেন। ছেলে ভাল ভাবে মানুষ হচ্ছে, এটাই তার কাছে সব থেকে বড় পাওয়া।