টলিউডের (Tollywood) সুপারস্টার জুটিদের মধ্যে জিৎ (Jeet) এবং স্বস্তিকা মুখার্জীর (Swastika Mukherjee) জুটিও একসময় টলিউড ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া ফেলেছিল। জিৎ-কোয়েল জুটির পাশাপাশি জিৎ-স্বস্তিকার জুটি তখন ভীষণ পছন্দ করতেন দর্শকরা। আজও এই জুটির জনপ্রিয়তা কিন্তু কমেনি। তবে একটা সময় পর জিৎ এবং স্বস্তিকা একসঙ্গে অভিনয় করাই ছেড়ে দেন।
জিত-স্বস্তিকার জুটি নিয়ে যখন টলিউড ইন্ডাস্ট্রি মেতেছিল ঠিক তখনই তাদের মধ্যে ঘনিয়েছিল ঘনিষ্ঠ সম্পর্ক। জিতের সঙ্গে স্বস্তিকার প্রেমের কথা টলিউডের ওপেন সিক্রেট। যদিও স্বস্তিকা অবশ্য টলিউডে প্রবেশ করার আগেই বিবাহিত ছিলেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি গায়ক প্রমিত সেনকে বিয়ে করেন। কিন্তু নিজের ভুল বিয়ের পরপরই তিনি বুঝতে পেরেছিলেন।
প্রমিতের সঙ্গে বিয়ের পর দুই বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। স্বস্তিকা তার মেয়েকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিলেন। এরপর তিনি টলিউডে প্রবেশ করেন এবং ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে। বিবাহবিচ্ছেদের পর জিতের সঙ্গে ‘মস্তান’ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তারপর থেকেই তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
শুধু বন্ধুত্ব নয়, খুব তাড়াতাড়ি এই সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণত হয়। জিৎ এবং স্বস্তিকাকে শুটিংয়ের বাইরেও একসঙ্গে অনেকবার দেখা গিয়েছিল। যদিও তাদের সম্পর্ক টেঁকেনি। তাদের দুজনের সম্পর্ক ভাঙ্গার বিষয়ে বহু রটনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। কেউ কেউ বলেন, স্বস্তিকার প্রথম বিয়ের কারণেই নাকি জিতের সঙ্গে তার সম্পর্কটা বিয়ের মন্ডপ পর্যন্ত গড়াতে পারেনি।
তবে জিত-স্বস্তিকার সম্পর্ক ভাঙ্গনের ক্ষেত্রে কারণ হিসেবে ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি যে মত প্রচলিত রয়েছে সেটা হল সহ অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে জিতের ঘনিষ্ঠতা। জিত-স্বস্তিকা জুটির পাশাপাশি সেই সময় জিত-কোয়েল জুটিও ব্যাপকভাবে সাড়া ফেলতে শুরু করে। এরপর স্বস্তিকা নিজেই জিতের জীবন থেকে সরে আসেন।
জিত এরপর মোহনা রতলানিকে বিয়ে করে নেন। বিয়ের পর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। স্বস্তিকার জীবনেও এরপর একাধিক প্রেম আসে। সে তালিকায় পরমব্রত চ্যাটার্জী থেকে শুরু করে সৃজিত মুখার্জীদের নামও রয়েছে। তবে তিনি আর বিয়ে করেননি। মেয়ে অন্বেষা তার সবথেকে বড় বন্ধু। মেয়েকে নিয়েই সুখে দিন কাটাচ্ছেন তিনি।