১০-১২ বছরের পুরনো বাংলা সিরিয়ালগুলো যেমন এখনো দর্শকদের মনে গেঁথে রয়েছে, তেমনই ওই সময়ের হিন্দি সিরিয়ালগুলোর জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। এমনই একটি ব্যাপক জনপ্রিয় সিরিয়াল ছিল স্টার প্লাসের শ্বশুরাল সিমার কা। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা কক্কর। তবে এই সিরিয়াল ছাড়াও তিনি একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছিলেন বিগত ১০-১২ বছরে। কিন্তু ২০১৯ সালের পর দীপিকাকে আর ক্যামেরার সামনে দেখা যায়নি। এখন কোথায় রয়েছেন দীপিকা? কেনই বা তিনি ছেড়ে দিলেন অভিনয়?
দীপিকা কক্কর অভিনীত সিরিয়াল এবং টিভি শো
২০১০ সালে নীড় ভরে তেরে নয়না দেবী সিরিয়াল দিয়ে দীপিকার অভিনয় জীবনের শুরুটা হয়েছিল। এরপরের বছরেই তিনি আগলে জনম মোহে বিটিয়া হি কিজো সিরিয়াল করেন। তবে ২০১১ সালে তিনি প্রথম নায়িকার ভূমিকায় ধরা দেন শ্বশুরাল সিমার কা সিরিয়ালে। এই সিরিয়ালটি ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত চলেছিল। এই সিরিয়ালটাই দীপিকাকে গোটা ভারতবর্ষে বিখ্যাত করে তোলে। এরপর তিনি ঝলক দিখলা জা, নাচ বালিয়ে, এন্টারটেনমেন্ট কা রাতের মতো কিছু রিয়েলিটি শোতে অংশ নেন। ২০১৮ সালে কেয়ামত কি রাত সিরিয়ালে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন দীপিকা। তারপর ২০১৮ সালেই তিনি বিগ বস সিজন ১২ এর প্রতিযোগী হয়েছিলেন। এরপর ২০১৯ সালে তিনি আবার কাহা হাম কাহা তুম সিরিয়াল মারফত অভিনয় দুনিয়ায় ফেরেন। কিন্তু সেই সিরিয়ালটি মাত্র এক বছরই চলেছিল। ২০২০ সালের পর থেকে সোনাক্ষী আর অভিনয় দুনিয়াতে ফেরেননি।
দীপিকা কক্কর এখন কোথায় ও কী করছেন?
দীপিকা বর্তমানে অভিনয় ছেড়ে সংসার জীবনে মন দিয়েছেন। ২০১৮ সালে তিনি অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন। ২০২৩ সালে দীপিকার কোলজুড়ে আসে একটি পুত্র সন্তান। স্বামী এবং সন্তানকে নিয়ে এখন দিন কাটছে তার। সংসার জীবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অভিনয় জীবন থেকে অবসর নিয়ে ফেলেছেন দীপিকা। আপাতত তিনি আর অভিনয়ে ফিরবেন না এমনটাই তার সিদ্ধান্ত। তবে তিনি এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইউটিউবে তার নিজস্ব চ্যানেল রয়েছে যেখানে তিনি ফ্যামিলি ভ্লগিং করেন।
বিতর্কে ভরা দীপিকা কক্করের জীবন
পেশাগত জীবনে দীপিকা অত্যন্ত সফল একজন অভিনেত্রী। তবে বিতর্ক তার পিছু ছাড়ে না। একাধিক বিয়ে, নিজের সন্তানকে অস্বীকার করা এবং ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে দীপিকাকে আজও কটাক্ষ হজম করতে হয়। দীপিকা ২০১১ সালে রৌনক স্যামসনকে বিয়ে করেছিলেন। কিন্তু ২০১৫ সালে তাদের সেই বিয়েটা ভেঙে যায়। ২০১৮ সালে তিনি ‘সসুরাল সিমার কা’তে তার সহ অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন। এর জন্য হিন্দু থেকে মুসলিম হতে হয়েছিল তাকে। তার এই ধর্ম পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক হয়েছিল। তবে এখানেই শেষ নয়, বিয়ের পর দীপিকাকে নিয়ে বিতর্ক ক্রমশ বাড়তেই থাকে।
নিজের মেয়েকে কেন অস্বীকার করেন দীপিকা কক্কর?
শোয়েবের সঙ্গে দীপিকার বিয়ের পর একটি জল্পনা মাথাচাড়া দিয়ে উঠতে থাকে ক্রমশ। শুধু ছেলে নয়, দীপিকার নাকি একটি মেয়েও রয়েছে। দীপিকা এবং তার প্রথম স্বামী রৌনকের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু ডিভোর্সের পর মেয়েকে স্বামীর কাছেই রেখেছিলেন দীপিকা। মেয়ের দায়িত্ব নেওয়া তো দূরের কথা, তার যে একটি মেয়ে রয়েছে এই খবরটা অস্বীকার করেন দীপিকা। কিন্তু তিনি অস্বীকার করলেও তার পরিবার এবং শ্বশুরবাড়ির সদস্যরা দাবি করেন সত্যিই দীপিকার একটি মেয়ে রয়েছে, যাকে তিনি অস্বীকার করেন। মা হয়ে মেয়েকে অস্বীকার করছেন, বারবার মিথ্যে বলছেন, এই নিয়েও দীপিকাকে কেন্দ্র করে নেট নাগরিকদের মনে ক্ষোভ তৈরি হয়েছে।
যাইহোক, দীপিকাকে নিয়ে বিতর্কের অন্ত নেই। এখন সিরিয়াল না করলেও নিয়মিত ফ্যামিলি ভ্লগিং করেন দীপিকা। কিন্তু তার বিভিন্ন কর্মকান্ড এবং বিতর্কিত মন্তব্যের কারণে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনাম দখল করে নেন তিনি। কখনও রোজা রাখা নামাজ পড়া নিয়ে, কখনও রিয়েলিটি শোতে গিয়ে অহেতুক আবেগের বশে কেঁদে ফেলে তিনি নেট নাগরিকদের বিরক্তির কারণ হয়েছেন। আর তার ব্যক্তিগত জীবনের বিতর্ক তো রয়েইছে। যদিও এত বিতর্কের পরেও জীবিকা নিজের দাবীতে অনড় যে তার কেবল একটিই ছেলে রয়েছে। কোনও মেয়ে নেই।
আরও পড়ুন : বিয়ে করছেন ঋতাভরী চক্রবর্তী? বর কে? কী করেন?
আরও পড়ুন : রিঙ্কু মজুমদার আসলে কে? কেন রিঙ্কুকেই বিয়ে করলেন দিলীপ ঘোষ?
কেন অভিনয় ছেড়ে দিলেন দীপিকা কক্কর?
২০২১ সালে সসুরাল সিমার কার সেকেন্ড সিজন আসে। তাতে মাত্র ২ মাসের জন্য অতিথি হিসেবে অভিনয় করেছিলেন দীপিকা। তারপর পাকাপাকিভাবে অভিনয় ছেড়ে দেন তিনি। আসলে শোয়েবের সঙ্গে বিয়ের পর ফ্যামিলি প্ল্যানিং করছিলেন দীপিকা। তার প্রেগনেন্সিতে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। বেশ কয়েকবার মিসক্যারেজও হয়। অবশেষে ২০২৩ সালে দীপিকা এবং শোয়েবের ছেলে রুহানের জন্ম হয়। প্রেগনেন্সির সময় থেকেই দীপিকা অভিনয় ছেড়ে দিয়েছিলেন। তার কথায়, “আমি অনেক ছোট বয়সে কাজ শুরু করেছি। টানা ১০-১৫ বছর কাজ করেছি। এবার আমি শোয়েবকে বলে দিয়েছি, আমি আর কাজ করতে চাই না। এবার আমি সংসার এবং সন্তানকেই আমার পুরো সময় দিতে চাই।।”