ষাট-সত্তরের দশকের সেই দাপটে খলনায়ক রঞ্জিতকে নিশ্চয়ই মনে আছে আপনার? বলিউডের সবথেকে বদমাশ খলনায়ক বলা হতো তাকে। কারণ ক্যামেরার পর্দায় সবসময় তার নজর থাকত নায়িকাদের উপর। পর্দায় তার অভিনয় দেখে দর্শকরা রাগে ফুঁসতেন। কিন্তু বাস্তবে তারা তাকে ভালোও বাসতেন। সেই রঞ্জিতকে সম্প্রতি দেখা গেল অভিনেতা মনোজ কুমারের শেষকৃত্যে। লম্বা সাদা পোশাক আর মাথায় কাপড় বেঁধে হাজির হয়েছিলেন রঞ্জিত। তাকে দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়।
কেন মাথায় কাপড় বাঁধেন রঞ্জিত?
পর্দার এই খলনায়ক ষাট-সত্তরের দশকে বলিউডে তার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছিলেন। তার ফ্যাশনসেন্স বরাবরই ভালো। বর্তমানে ৭০ পেরিয়েও নিজের স্টাইল অটুট রেখেছেন রঞ্জিত। তিনি আরবিদের মত মাথায় কাপড় বাঁধেন। নিজের এই লুকটা তার সব থেকে বেশি পছন্দের। ১৯৭৭ সালে চোর সিপাহী সিনেমাতে প্রথম তাকে এমন লুকে দেখা গিয়েছিল। আরবি স্টাইলে মাথায় কাপড় বেঁধেছিলেন তিনি। এরপর থেকেই তিনি আরবিদের মত মাথায় কাপড় বাঁধতে শুরু করেন বাস্তবেও। যাকে আরবি ভাষায় বলা হয় কুফিয়া।
সেই সঙ্গে তিনি যে লম্বা পোশাকটি গায়ে পরেন তাকে আরবিতে বলা হয় কান্দুরা। আরব দেশের মানুষেরা প্রচন্ড রোদ থেকে বাঁচার জন্য সাদা রংয়ের গা ঢাকা পোশাক কান্দুরা পরেন। তবে রঞ্জিতের কাছে বিভিন্ন রঙের কান্দুরা রয়েছে। তিনি সাটিনের তৈরি কান্দুরা পরতেই পছন্দ করেন।
রঞ্জিত তার এই লুক সম্পর্কে বলেছেন, “আমি এই লুকের সাথে সংযোগ স্থাপন করতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা খুবই আরামদায়ক। আমি এই ধরনের পোশাক পরতে পছন্দ করি।” আগে একটা সময় ছিল যখন পর্দার ইমেজের কারণে রঞ্জিতকে দেখলেই সকলে পালিয়ে যেতেন। কিন্তু এখন মানুষ তাকে দেখলে কাছে এসে সেলফি তুলতে চান। বিশেষ করে তার এমন পোশাক সকলের নজর কাড়ে।