উত্তম কুমারের নাতনিকে বিয়ে করেও কেন টিকলো না সংসার? মুখ খুললেন ভাস্বর চ্যাটার্জী

বিয়ের পরপরই প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় বউ। উত্তম কুমারের নাতনিকে বিয়ে করে বেজায় ঠকেছিলেন ভাস্বর চ্যাটার্জী (Bhaswar Chatterjee)। উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়কে (Nabamita Chatterjee) বিয়ে করে মাত্র কয়েক বছর সংসার করতে পেরেছিলেন অভিনেতা। তারপর তাদের ডিভোর্স হয়ে যায়। এতদিনে অভিনেতা জানালেন তার প্রাক্তন স্ত্রী আসলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন।

২০১৪ সালে উত্তম কুমারের বড় নাতনির নবমিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন ভাস্বর। তারা ছিলেন বহুদিনের বন্ধু। নিজেরাই বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের দেড় বছরের মাথায় একদিন হঠাৎ রাতে “বাথরুম যাচ্ছি” বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যান নবমিতা। সারারাত টেনশনের পর ভোররাতে তিনি বাড়ি ফিরে আসেন। নবমিতার মা এরপর মেয়েকে চেপে ধরতেই বেরিয়ে আসে আসল ঘটনা।

Bhaswar Chatterjee And Nabamita Chatterjee

ভাস্বর বলেন, “নবমিতা আমার বহু দিনের বন্ধু। আমরা নিজেরাই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিয়ের কয়েকটা বছর কাটতে না কাটতে এমনটা হবে আশা করিনি। তখন প্রায় আমাদের দেড় বছর সংসার হয়ে গিয়েছে। একটা বিয়েবাড়িতে গিয়ছিলাম। সেখানে নিরামিষ থাকায় আমরা রেস্তরাঁয় খেয়ে বাড়ি ফিরি। আমার এমনিতে পাতলা ঘুম। হঠাত্‍ শুনি বাড়ির দরজায় ধাক্কা। তারপর দেখি নবমিতা উঠছে। বলল আমায় বাথরুম যাচ্ছে। দেখি ঘরের বাথরুমে না গিয়ে বাইরেরটায় যাচ্ছে আমি প্রশ্ন করাতে বলে যে আমার আলোয় অসুবিধা হয় তাই বাইরে যাচ্ছে।” অনেকক্ষণ হয়ে গেলেও নবমিতা ঘরে আসেনি দেখে ভাস্বর বাথরুমে গিয়ে দেখেন যে আলো জ্বলছে কিন্তু নবমিতা সেখানেও নেই।

অভিনেতা বলেন, ”সারা বাড়ি খোঁজার পরেও নবমিতাকে না পেয়ে আমি ওর বাড়িতে ফোন করি। নবমিতার মা-কাকিমা তো ভয় পেয়ে গিয়েছে। কান্নাকাটি করতে করতে সেই ভোর রাতে আমার বাড়িতে আসেন তাঁরা। সেই রাতে ওর এক বন্ধুকেও আমি খবর দিয়েছিলাম তিনি পুলিশে ছিলেন। কারণ, আমার তো টেনশন হচ্ছে যে আচমকা বউ গায়েব কী হবে? তার পর ভোর রাতে নবনীতা বাড়ি ফেরে ওকে দেখেই মা বললেন তুই রণজিতের সঙ্গে পালিয়ে গিয়েছিলি না? তখন নবমিতা বলে হ্যাঁ। ও বলেছিল এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল। ও বিয়েটা করতেই চায়নি। তার পর সেদিন ভোরেই পরিবারের সঙ্গে ও চলে যায়।”

আরও পড়ুন : কার সঙ্গে প্রেম করছেন দুই শালিকের দেবা? অবশেষে প্রকাশ্যে এলো অর্কপ্রভর প্রেমিকার নাম 

Bhaswar Chatterjee And Nabamita Chatterjee

আরও পড়ুন : ৬ বছরের সম্পর্ক গেল ভেঙে! কেন আলাদা হলেন দেব এবং রুক্মিণী?

পরে অবশ্য আবারও একসঙ্গে সংসার করার চেষ্টা করেছিলেন দুজনে। কিন্তু দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, এমনটাই মত ভাস্বরের। তাই তাদের ডিভোর্স হয়ে যায়। ২০১৯ সালে তাদের ডিভোর্স হয়। এরপর নবমিতা বলতে শুরু করেন ভাস্বরের জন্যই নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্ত্রীর আসল কীর্তি ফাঁস করেন ভাস্বর।