জি বাংলার মা লক্ষ্মীকে মনে আছে? এসো মা লক্ষ্মী সিরিয়ালের সেই দেবী লক্ষ্মী? কিংবা তবু মনে রেখো, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে সিরিয়ালগুলোর সেই নায়িকাকে? তার আসল নাম প্রত্যুষা পাল। একটা সময় একের পর এক বাংলা সিরিয়ালে চুটিয়ে কাজ করছিলেন তিনি। কিন্তু বিগত ৪ বছর ধরে তার আর দেখা নেই। কোথায় হারিয়ে গেলেন প্রত্যুষা? কেন তিনি ছেড়ে দিলেন অভিনয়? আজ আপনাদের জানাবো বাংলা সিরিয়ালের সেই জনপ্রিয় নায়িকা প্রত্যুষা পালের ব্যাপারে।
তবু মনে রেখো, এসো মা লক্ষ্মী, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে ইত্যাদি একাধিক সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছিলেন প্রত্যুষা। তিনি দর্শকদের অতি পছন্দের একজন অভিনেত্রী। তা সত্ত্বেও ২০২০ সালের পর থেকে তাকে আর অভিনয় করতে দেখা যাচ্ছে না। ২০২০ সালে গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে সিরিয়ালটি ছিল তার শেষ সিরিয়াল। তারপরে চলে আসে লকডাউন। অভিনেত্রী তাই সেভাবে কাজ করতে পারেননি সেই সময়। কিন্তু তারপরেও কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। অন্যান্য অভিনেত্রীরাও একে একে কাজে ফিরেছেন। কিন্তু প্রত্যুষার দেখা এখনও মেলেনি সিরিয়ালে। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে এর প্রকৃত কারণ জানালেন তিনি।
কেন অভিনয়ে ফিরলেন না প্রত্যুষা পাল?
সম্প্রতি আনন্দবাজারের কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন তার ট্রমার কথা। হ্যাঁ, ঠিকই শুনছেন। আসলে বিগত কয়েক বছর ধরে এক অদ্ভুত ট্রমার মধ্যে ছিলেন প্রত্যুষা। ২০২০ সালের পর লকডাউনের জন্য এমনিতেই কাজ ছিল না। কিন্তু ২০২২ সালে তার কাছের বান্ধবী পল্লবী দের মৃত্যু হয়। ‘আমি সিরাজের বেগম’ খ্যাত সেই অভিনেত্রী প্রত্যুষার খুবই কাছের বন্ধু ছিলেন। বান্ধবীর মৃত্যুটাকে সহজভাবে নিতে পারেননি প্রত্যুষা।
পল্লবীর মৃত্যুর পর এতটাই অবসাদের মধ্যে চলে গিয়েছিলেন প্রত্যুষা যে তিনি কাজে মন দিতে পারছিলেন না সেই সময় তার মনে হয়েছিল এখন তার ব্রেক নেওয়া দরকার। কাজ থেকে দূরে থাকাই ভালো হবে। কারণ তার মন খারাপের প্রভাব কাজের উপর পড়ছিল। যদিও ২০২৪ সালে ‘খাঁচা’ নামের একটি ছবিতে অভিনয় করে আবার কাজের জগতে ফিরেছেন প্রত্যুষা। যদিও সেই ছবিটির রিলিজ আটকে গিয়েছে।
আরও পড়ুন : চূড়ান্ত গালাগাল শুনেছেন! আজ সকলের প্রিয় ননদ ‘নিম ফুলের মধু’র বর্ষা
আরও পড়ুন : ‘‘শোওয়ার নেশায় টাকা আর প্রেম বিলায়!”, বিতর্কিত মন্তব্য অহনার মা চাঁদনীর
অভিনেত্রী জানিয়েছেন তিনি আবার কাজের জগতে ফিরতে চান। তিনি আবার আগের মত অভিনয় করতে চান। প্রত্যুষার এই কাম ব্যাকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন অভিনেত্রী। আগামী দিনে তাকে দেখা যাবে কি বাংলা সিরিয়ালে? সেটাই এখন দেখার।