বাংলা সিরিয়ালের বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি। যদিও খুব বেশি সিরিয়ালে কিন্তু কোনদিনই অভিনয় করেননি বাসবদত্তা চ্যাটার্জী। তার অভিনীত বাংলা সিরিয়ালের মধ্যে বয়েই গেল দর্শকদের মনে গেঁথে আছে আজও। এই সিরিয়ালের হাত ধরেই অভিনয় শুরু হয়েছিল তার। অল্প কিছুদিনের মধ্যেই তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। কিন্তু এরপর আর সেভাবে সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়নি বাসবদত্তাকে। কেন হঠাৎ সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন তিনি?
বাসবদত্তার অভিনয় জার্নি
উনিশ কুড়ি, সানন্দা পত্রিকার হাত ধরেই গ্ল্যামার দুনিয়াতে বাসবদত্তার যাত্রা শুরু হয়। এরপর তার হাতে সিরিয়ালের জন্য প্রস্তাব আসতে শুরু করে। জি বাংলার বয়েই গেল সিরিয়ালে তিনি নায়িকার চরিত্র পেয়েছিলেন। এই ধারাবাহিক তাকে প্রবল জনপ্রিয়তা এনে দেয়। এখানে তার বিপরীতে নায়ক ছিলেন রোহিত সামন্ত। বাঙালি এবং ঘটিবাড়ির ঝগড়া-বিবাদ মজার খুনসুটি দেখতে পছন্দ করতেন দর্শকরা। ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিল এই সিরিয়াল। দর্শকদের খুবই পছন্দের নায়িকা হয়ে উঠেছিলেন বাসবদত্তা।
কেন অভিনয় ছেড়ে দেন বাসবদত্তা চ্যাটার্জী?
বয়েই গেল সিরিয়ালের প্রবল জনপ্রিয়তা সত্বেও আর বাংলা সিরিয়ালের নায়িকা হিসেবে দেখা যায়নি বাসবদত্তাকে। এর কারণ কেউ জানেন না। দর্শকরা আজও তাকে নতুন সিরিয়ালের নায়িকা হিসেবে দেখতে চান। কিন্তু অভিনেত্রী নিজেই জানিয়েছেন বিশেষ কিছু কারণে তিনি প্রবল জনপ্রিয়তা সত্ত্বেও একসময় সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছিলেন। বাসবদত্তা হঠাৎ বয়েই গেল সিরিয়ালটি ছেড়ে দেওয়ার কারণে সেই সময় ইন্ডাস্ট্রিতে রটতে শুরু করে তিনি নাকি আর অভিনয় করবেন না।
আরও পড়ুন : ছিল না পিতৃপরিচয়, জোটেনি স্বামীর ভালোবাসা! একাধিক পুরুষসঙ্গী থাকলেও একা এই বলিউড অভিনেত্রী
আরও পড়ুন : রাতারাতি সিরিয়াল ছাড়লেন দুই শালিকের নায়িকা! যমজ চরিত্রে অভিনয় করবেন কে?
এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন ইন্ডাস্ট্রিতে যা রটেছিল তাকে নিয়ে সেটা ছিল সম্পূর্ণ ভুল। অভিনয় ছেড়ে দেবেন এমন কোন সিদ্ধান্ত তিনি নেননি। পরে অবশ্য স্টার জলসার মন নিয়ে কাছাকাছি সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। তাও সেটা ২০১৫ সালে। এরপর ২০২৩ সালে কার কাছে কই মনের কথা সিরিয়ালে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।