গান গাওয়ার সময় সর্বদা মাথায় পাগড়ি কেন পরেন অরিজিৎ সিং? জানলে গর্বে ভরবে বুক

গত ২৫শে এপ্রিল অরিজিৎ সিংয়ের (Arijit Singh) জন্মদিন গিয়েছে। ৩৬ বছর বয়সে পা রাখলেন সংগীত জগতের এই তারকা। অসাধারণ গানের পাশাপাশি তিনি তার অতি সাধারণ মাপের জীবনযাত্রার কারণে দারুণ প্রশংসা পান। এত বড় মাপের একজন তারকা হলেও সবসময় মাটির কাছেই যেন তার বাস।

অরিজিতের বিভিন্ন কনসার্টে তাকে গান গাওয়ার সময় মাথায় নিশ্চয়ই পাগড়ী পড়ে থাকতে দেখেছেন আপনি? তিনি তার প্রত্যেকটি লাইভ পারফরমেন্সে মাথায় পাগড়ি বেঁধে তারপর ওঠেন। কেন জানেন? এটা কি নিছক তার স্টাইল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনও রহস্য? আজকের এই প্রতিবেদনে রইল তার উত্তর।

ARIJIT SINGH

২০২১ সালের ৬ই জুন প্রথমবার অরিজিৎকে একটি অনলাইন কনসার্টে মাথায় পাগড়ি বেঁধে দেখেছিলেন তার ভক্তরা। কিছুদিন আগেই তার মায়ের মৃত্যু হয়েছিল।১৯শে মে, ২০২১শে অরিজিত তার মাকে হারান। ওই সময় জিয়াগঞ্জে থেকেই অনলাইন কনসার্ট করেছিলেন তিনি। তখনই প্রথমবার তার মাথার পাগড়িটি সকলের নজরে পড়ে।

এরপর থেকে অরিজিতের বেশিরভাগ কনসার্টেই তার মাথায় এই পাগড়ি দেখা গিয়েছে। আসলে অরিজিত হলেন জন্মসূত্রে একজন শিখ। তার মা বাঙালি, কিন্তু বাবা একজন শিখ ধর্মাবলম্বী মানুষ। করোনার পর অরিজিৎ যখন মুম্বাই থেকে জিয়াগঞ্জে আসেন তারপর থেকেই তিনি শিখদের রীতিনীতি মেনে মাথায় পাগড়ি পরতে শুরু করেন।

ARIJIT SINGH

ফেম গুরুকুলের একজন ব্যর্থ প্রতিযোগী থেকে আজকে দেশের সর্বশ্রেষ্ঠ গায়ক হয়ে ওঠার পথটা অরিজিতের পক্ষে খুব একটা শহর ছিল না। তাকে অবশ্য বলিউডের পথে নিয়ে এসেছিলেন সঞ্জয় লীলা বানসালি। যদিও তার রেকর্ড করা প্রথম সেই গানটি মুক্তি পায়নি। পরে ‘ফির মহব্বত’ গানটি মুক্তি পাওয়ার পর তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন।

ARIJIT SINGH ON GERUA CONTROVERSY

তবে অরিজিতের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয় ‘আশিকি টু’ ছবির গান। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে প্লেব্যাক গাওয়ার প্রস্তাব এসেছে তার কাছে। সেই সঙ্গে বিভিন্ন গানের কনসার্ট থেকেও তিনি প্রচুর অর্থ এবং ভক্তদের ভালবাসা পাচ্ছেন।