যোগ্যতা থাকতেও কেন দেব এবং জিৎ এর মত সুপারস্টার হতে পারলেন না অঙ্কুশ হাজরা (Ankush Hazra)? সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারলেন না তিনি? এর পেছনে রয়েছে কী টলিউডের (Tollywood) কোনও ষড়যন্ত্র? নাকি অন্য কোনও কারণ?
টলিউড ইন্ডাস্ট্রিতে দেব এবং জিতের পর যদি আর কোনও অভিনেতার সুপারস্টার হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে তিনি হলেন অঙ্কুশ। তার অ্যাকশন দুর্দান্ত। বাংলায় ডায়লগের উচ্চারণ বেশ ভালই। অভিনয়টাও মন্দ করেন না অঙ্কুশ। বলতে গেলে কমার্শিয়াল সিনেমা হিরোর সব মেটেরিয়াল ছিল অঙ্কুশের মধ্যে। তা সত্ত্বেও তিনি কেবল টলিউডের প্রথম সারির অভিনেতা হয়ে থেকে গেলেন। সুপারস্টার হতে পারলেন না।
এর পেছনে ভক্তরা একাধিক কারণকে দায়ী করেন। ইন্ডাস্ট্রিতে অঙ্কুশের কেরিয়ারের শুরুটা হয়েছিল বেশ ভালো। বেশ কিছু হিট সিনেমা আছে তার ঝুলিতে। যে কারণে দর্শকরা ভেবেছিলেন অঙ্কুশ অনেক দূর যাবেন। তবে অঙ্কুশের কেরিয়ারের বেশিরভাগ সিনেমাই দক্ষিণের রিমেক ছিল। এটাও তার ব্যাকফুটে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করেন ভক্তরা।
আরও পড়ুন : শিবপ্রসাদ মুখার্জীর স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল! কাঠগড়ায় সুপারস্টার দেব
আরও পড়ুন : সেলফি তুলতে গিয়ে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ! ‘খাদান’ সিনেমার এই অভিনেত্রী আসলে কে?
ভক্তরা বলেন, যোগ্যতা স্বত্বেও অঙ্কুশ আসলে টলিউডে পথ হারিয়ে ফেলেছিলেন। কেউ কেউ দায়ী করেন এসভিএফকে। এই প্রোডাকশনের আওতায় আটকে পড়াই অঙ্কুশের কাজ হয়েছে বলে মনে করেন তারা। এ বিষয়ে আপনার কী মতামত? আপনিও কি মনে করেন যোগ্যতা থাকতেও টলিউডে যোগ্য মর্যাদা পেলেন না অঙ্কুশ হাজরা? যদি তা হয়, তাহলে কেন? লিখে জানান আমাদের।