দেশের জনপ্রিয় পরিবারগুলির মধ্যে অন্যতম হল বচ্চন পরিবার (Bachchan Family)। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও জয়া বচ্চনের মতো তারকারা এই পরিবারের সদস্য। তবে শুধুমাত্র দেশেই নয়, সারা বিশ্বেই খ্যাত রয়েছে তাদের। কারণ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) সারা বিশ্ব চেনে।
তাই তাদের এই খ্যাতি। অন্যদিকে বাবা অমিতাভ বচ্চনের মতো ছেলে অভিষেক নিজেও বহু বলিউডের ছবিতে অভিনয় করেছেন। তাই ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তাদের পরিচিতি রয়েছে। কিন্তু এই পরিবারে অনেকেই রয়েছেন, যারা চাননি অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিতে।
ইনি হলেন অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন। পরিবারের সকলে অভিনয় জগতের সঙ্গে যুক্ত হওয়া সত্ত্বেও তিনি সব সময় ফিল্মি অনুষ্ঠান ও গ্ল্যামার জগৎ থেকে দূরেই থাকতে চেয়েছেন। বাবা, দাদার মতো কখনও তিনি চাননি অভিনেত্রী হিসেবে কেরিয়ার গড়ে তুলতে।
বর্তমানে শ্বেতার বয়স ৫০ বছর। তিনি দুই সন্তানের মা। মেয়ে নব্যা নভেলি নন্দা ও ছেলে অগস্ত্য নন্দা। তার মতো তার নব্যা নভেলি নন্দাও অভিনয় জগতে পা রাখতে চাননি। তবে তার ছেলে অগস্ত্য খুব শীঘ্রই বড়পর্দায় পা রাখতে চলেছেন।
কিন্তু শ্বেতার সিনেমার জগতে না আসার পিছনে একটা গল্প রয়েছে। আসলে একবার এক ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয়েছিলেন তিনি। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে প্রায় শ্যুটিং সেটে যেতেন শ্বেতা। সেখানেই এই দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।
একবার বাবার মেকআপ রুমে খেলতে গিয়ে ভুল করে বৈদ্যুতিক সকেটের মধ্যে হাত দিয়ে ফেলেছিলেন তিনি। তারপর কারেন্ট খেয়ে যান। কিন্তু বয়স বাড়লেও সেই ঘটনাটা ভুলতে পারেনি তিনি। ঘটনাটা ট্রমার মতো রয়েছে তার স্মৃতিতে। এরপর থেকেই বাবা-মায়ের সঙ্গে সিনেমার সেটে যাওয়া বন্ধ করে দেন তিনি।