অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং রজনীকান্ত (Rajinikanth), বলিউড (Bollywood) এবং কলিউড (Kollywood) ইন্ডাস্ট্রির দুই মহাতারকা বলা যেতে পারে দুজনকে। অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত বলতে গেলে প্রায় একই সময়ে কেরিয়ার শুরু করেন। অমিতাভ হয়েছেন বলিউডের শাহেনশা, আর রজনীকান্ত দক্ষিণের থালাইভা। দুই ইন্ডাস্ট্রির এই দুই তারকার মধ্যে সম্পর্কটা কেমন জানেন?
রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের মধ্যে সম্পর্কটা নাকি একেবারেই ভাল নয়। আর এই কথাটা জানিয়েছেন অমিতাভ বচ্চন নিজেই। একবার একটি সাক্ষাৎকারে রজনীকান্তের প্রসঙ্গে মুখ খুলেছিলেন অমিতাভ। সেখানেই তিনি এই দক্ষিণীঈ তারকার সম্পর্কে তার মনোভাবের কথা স্পষ্ট করে জানিয়েছিলেন। যা শুনে চমকে ওঠেন ভক্তরা।
অমিতাভ বলেন রজনীকান্ত তাকে অনেক উপদেশ দিতেন। তার পাল্টা তিনিও উপদেশ দিতেন রজনীকান্তকে। সব থেকে মজার ব্যাপার হল রজনীকান্তের দেওয়া উপদেশ অমিতাভ কখনও পালন করতেন না। এমনকি রজনীকান্তও সেই এক কাজই করতেন। আসলে তারা দুজনেই একে অপরের মতামতের ঠিক উল্টো কাজ করতেন।
নিজেই জানিয়েছেন তাদের মধ্যে মন কষাকষির সম্পর্ক ছিল। প্রকাশ্যে তা স্বীকার করে নিয়েছিলেন বলিউড শাহেনশা। উল্লেখ্য, অমিতাভ সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন। বিশেষ করে টুইটারকে তিনি তার ভক্তদের সঙ্গে যোগাযোগের মাধ্যম করে নিয়েছেন। সেখানে মাঝেমধ্যে নানা মজার পোস্ট করেন তিনি।
কিছুদিন আগেই অমিতাভ বচ্চন সমালোচনার শিকার হয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। তাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল তার মাথায় হেলমেট নেই, অথচ তিনি গাড়ি চালাচ্ছেন। প্রশ্ন উঠতে শুরু করে তিনি কি সেলিব্রিটি বলে তার ব্যাপারে ছাড় রয়েছে? মুম্বাই পুলিশকে ট্যাগ করে নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন।
আরও পড়ুন : এই বিশেষ কারণে রেখাকে ছেড়ে জয়াকে বিয়ে করেন অমিতাভ বচ্চন, ফাঁস করলেন এতদিনে
ঠিক এরপরই আবার অমিতাভের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। একাধিক ধারায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। হেলমেট ছাড়া গাড়ি চালাতে গিয়ে এভাবেই শাস্তির মুখে পড়লেন অমিতাভ। সেই সঙ্গে তাকে ১০,৫০০ টাকা জরিমানাও দিতে হবে।
আরও পড়ুন : লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে, কঠিন রোগ নিয়েও কিভাবে ফিট থাকেন অমিতাভ?