অভিষেক নন, শাহরুখের জন্যই একে অপরকে সহ্য করতে পারতেন না রানী এবং ঐশ্বর্য

বেস্ট ফ্রেন্ড হলেও কেন একে অপরকে সহ্য করতে পারতেন না ঐশ্বর্য রাই এবং রানী মুখার্জী? কী নিয়ে দুজনের শত্রুতা ছিল চরমে? রানী মুখার্জি এবং ঐশ্বর্য রাই বচ্চন এর সম্পর্কে অনেক গুঞ্জন রয়েছে বলিউডের অভ্যন্তরে। ঐশ্বর্য রানীর প্রাক্তন অভিষেক বচ্চনকে বিয়ে করেছেন। তবে এটা কিন্তু তাদের দুজনের সম্পর্ক খারাপ হওয়ার বিষয় ছিল না। এর পেছনে আরেকটি কারণ। বলতে গেলে রানী এবং ঐশ্বর্যের সম্পর্ক খারাপ হওয়ার পরেই অভিষেক এসেছিলেন ঐশ্বর্যের জীবনে। তাহলে কি নিয়ে ঝগড়া বাঁধে বলিউডের এই দুই নায়িকার মধ্যে?

কেন ভেঙেছিল রানী এবং ঐশ্বর্যের বন্ধুত্ব?

অনেকেই মনে করেন ঐশ্বর্য রাই এবং রানী মুখার্জির মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কারণ অভিষেক বচ্চন। কিন্তু আদতে তা নয়। বরং বলা যেতে পারে শাহরুখ খানের জন্যই দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়েছিল। ২০০২ সালের আগে পর্যন্ত ঐশ্বর্য এবং রানী ছিলেন কাছের বন্ধু। কিন্তু ২০০২ সালে শাহরুখের সঙ্গে রানীর ‘চলতে চলতে’ সিনেমাটি মুক্তি পায়। যদিও এই সিনেমার জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য। তাকে বাদ দিয়েই রানীকে কাস্ট করা হয়েছিল সিনেমাতে।

Aishwarya Rai Bachchan And Rani Mukerji

কেন ঐশ্বর্যের সঙ্গে ছবি করতে চাননি শাহরুখ খান?

আসলে ঐশ্বর্যের প্রাক্তন সালমান খান একবার ওই সিনেমার সেটে এসে শাহরুখের সঙ্গে চরম ঝামেলা করেন। বিরক্ত হয়ে শাহরুখ ঐশ্বর্যকে বাদ দিয়ে দেন। ঐশ্বর্য বাদ পড়েন, তার জায়গা নেন রানী। রানী তার বেস্ট ফ্রেন্ড হয়েও তার ছেড়ে যাওয়া সিনেমাতে অভিনয় করছেন, বিষয়টা ভালোভাবে নিতে পারেননি ঐশ্বর্য। এরপর দুজনের সম্পর্ক খারাপ হতে থাকে। পরে ঐশ্বর্য বিয়ে করেন অভিষেক বচ্চন কে, যিনি আবার রানী মুখার্জির প্রাক্তন ছিলেন। ঐশ্বর্য-অভিষেকের বিয়েতে নিমন্ত্রণ পাননি রানী।

আরও পড়ুন : ঐশ্বর্যের জন্য ঠকিয়েছিলেন প্রেমিকাকে! এই অভিনেত্রীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন অভিষেক বচ্চন

Aishwarya Rai Bachchan And Rani Mukerji

আরও পড়ুন : ‘ছাবা’র অভিনেতারা কে কত টাকা পেলেন? কার পারিশ্রমিক সবথেকে বেশি?

ঐশ্বর্যের ব্যাপারে কী বলেছিলেন রানী মুখার্জি?

পরে একবার করণ জোহারের একটি টক শোতে উপস্থিত হয়ে রানী বলেন, “আমার কিন্তু অ্যাশের সঙ্গে সমস্যা নেই। ওর থাকতে পারে। ওই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে আশা রাখছি সামনাসামনি দেখা হলে সব মিটে যাবে।” যদিও এরপরেও বহুবার রানী এবং ঐশ্বর্যের মুখোমুখি দেখা হয়েছে। কিন্তু দুই বান্ধবী মধ্যে পুরনো অশান্তি যে মিটে যায়নি তা তাদের আচরণে স্পষ্ট হয়ে গিয়েছে বারবার। প্রকাশ্যে একে অপরকে বারবার এড়িয়েই চলেছেন রানী এবং ঐশ্বর্য।