স্ত্রী বা মেয়ে নন, কার ছবি ফোনের ওয়ালপেপারে রাখেন শাহরুখ খান?

গৌরী নন, সুহানাও নয়। তাহলে শাহরুখ খানের (Shah Rukh Khan) ওয়ালপেপারে কার ছবি থাকে? স্ত্রী এবং মেয়ের থেকেও শাহরুখের আপনজন কে? যাকে সব সময় চোখের সামনে রাখেন কিং খান। যাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে এখন বিস্তর চর্চা চলছে।

সম্প্রতি শাহরুখের ফোনের ওয়ালপেপারের রহস্য ফাঁস হয়েছে। আসলে আব্রামের স্কুলের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ। স্ত্রী গৌরী এবং মেয়ে সুহানাও ছিলেন সঙ্গে। তখনই পাপারাজ্জিদের ক্যামেরায় শাহরুখের ফোনের স্ক্রিনের ছবি ধরা পড়ে। জানেন কার ছবি সযত্নে ফোনে সেট করে রেখেছেন শাহরুখ?

Abram Khan
Abram Khan

অন্য আর কেউ নয়, শাহরুখের ফোনের স্ক্রিনে জায়গা করে নিয়েছে শাহরুখ ও গৌরীর ছোট ছেলে আব্রাম খান। ছোট্ট আব্রামের মিষ্টি একটা ছবি সব সময় ফোনের ওয়ালপেপারে সেট করে রাখেন শাহরুখ। এখন শাহরুখের মোবাইলের ওয়ালপেপারে আব্রামের ছোটবেলার একটা মিষ্টি ছবি আছে। ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি।

আরও পড়ুন : কাজলের কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন শাহরুখ খান! ৯০% মানুষ জানেন না বলিউডের এই সিক্রেট

 

View this post on Instagram

 

A post shared by POP Diaries (@iampopdiaries)

আরও পড়ুন : পর্দায় এই ভিলেন থাকলে শাহরুখের ম্যাজিক ফিকে হয়ে যায়! জানেন তিনি কে?

ছোট ছেলে আব্রাম শাহরুখের চোখের মনি। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে নাটকে অংশ নিতেও দেখা যায় আব্রামকে। স্টেজ পারফরমেন্সেও বাবার মতই আত্মবিশ্বাস ঝরে পড়ে তার বডি ল্যাঙ্গুয়েজে। তার অভিনয় দেখে সকলে বলেন শাহরুখের যোগ্য সন্তান আব্রাম। ভবিষ্যতে পা বাড়াবে বাবার মত তারকা হওয়ার পথেই‌। ইতিমধ্যেই হলিউড সিনেমা মুফাসার হিন্দি ডাবিংয়ে বাবা এবং দাদা আরিয়ান খানের সঙ্গে ভয়েস ওভার দিয়েছে আব্রাম।